কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরের তালা ভেঙ্গে ২টিা গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নেকবর আলীর বাড়িতে গরু চুরির এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরু দুটির মূল্য ২ লক্ষাধিক টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন। গরুর মালিক নেকবর আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের ন্যায় গরু দুটিকে খাবার দিয়ে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি। এরপর রাত ২টার দিকে দেখেন তার গোয়ালঘরের তালা ভাঙ্গা এবং ঘরে গরু নাই। সংগবদ্ধ চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু দুটি চুরে করে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় রাতে এলাকায় খোঁজা খুঁজি করে পাওয়া যায়নি চুরি যাওয়া গরু। গরু চুরি ঘটনার বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের সদস্য সাইদুর রহমান বলেন, রাত ২টার দিকে নেকবর আলীর ২ লক্ষাধিক টাকা মূল্যের ২টি এড়ে গরু চুরি হয়েছে। আমরা এলাকাবাসী সারারাত খোঁজা খুঁজির করেও এখনো গরুর সন্ধান পায়নি। গরু চুরির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, গরু চুরির ঘটনাটি শুনেছি। থানার একটি টিম সেখানে গিয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের অভিযান রয়েছে।
Leave a Reply