কাগজ প্রতিবেদক ॥ ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতসহ হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীর শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল ইসলাম মিন্টু’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বাদ আছর গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর মাগুরা বায়তুল আমান জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারসহ ২১ আগষ্টের গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম মাওঃ আবু সাঈদ। আলোচনা সভায় জিয়ারুল ইসলাম মিন্টু বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে সংগ্রাম আদর্শ, চিন্তা, চেতনা, মনন, প্রজ্ঞা, কর্মময় দর্শন নিজের জীবনে লালন পালন করিতে হবে এবং মিলেমিশে একত্রিত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লালিত স্বপ্নগুলোকে পুরণে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এজাজুর রহমান শাহিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য ও কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দঃ আলী আজম (লিটন), আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি এম. আজিজুল হক, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালেহীন সেলিম বিশ্বাস, ১নং ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জান আলী, খবির উদ্দিন মেম্বরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জিয়ারুল ইসলাম মিন্টু এলাকার দুস্থ্য-গরীব-অসহায়সহ উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করেন।
Leave a Reply