1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 6:50 pm

আজও সন্ধান মেলেনি ইবির ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের

  • প্রকাশিত সময় Tuesday, December 10, 2024
  • 31 বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক ॥ ২০১২ সালে গুম হওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ক সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। মানববন্ধনে সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় উপদেষ্টা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, অধ্যাপক ড. ইন্দ্রিস আলী, শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা বক্তব্য রাখেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ ফরিদসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ১২ বছরেও সন্ধান মেলেনি ইবির ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে গুম করা হয়। দীর্ঘদিনেও বিগত সরকার তাদেরকে ফিরিয়ে দেয়নি। সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। বিশ্ব মানবাধিকার দিবসে আমরা বর্তমান সরকারের কাছে তাদের ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। একইসঙ্গে তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানাই। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে করে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাস। পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে পুলিশ। ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের গুম করা হয়েছে বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640