কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা স্লোগানে, “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। সকাল ৯ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারী পাটোয়ারী, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মোদক, দুপ্রকের সাবেক সভাপতি আকরাম হোসেন। আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহীন, সাংবাদিক শরীফুল ইসলাম, নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক তাছলিমা আক্তার প্রমুখ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সকল কর্মসূচীতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন, সরকারি কর্মকর্তা, দুপ্রক সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এ অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান।
Leave a Reply