কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মা ও শিশু হাসপাতালের ভিতরে কর্মরত এমএলএসএস পাঁঠা পালন করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। ওই এমএলএসএস’র কাম চৌকিদারের নাম রবিউল ইসলাম। তাঁর সহধর্মিণী তাছলিমা ইয়াসমিন একই হাসপাতালের দায় নার্স হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল বুধবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে সত্যতা পাওয়া গেছে। পরে এ ব্যাপারে আলাপ করতে ইনচার্জ ডা. রিফাতের কক্ষে গেলে সেখানেই দেখা মেলেএম এল এস এস কাম চৌকিদার রবিউল ইসলামের সঙ্গে। তিনি ইনচার্জের সামনের চেয়ারে বসে আলাপরত ছিলেন। তাঁর উপস্থিতিতে হাসপাতালের মধ্যে ছাগল ও পাঁঠা পালনের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ইনচার্জ কথা বলার আগেই এম এল এস এস রবিউল ইসলাম বলেন, তিনিই পালন করছেন। অসুবিধা কিসের ? এ সময় ইনচার্জের সামনে চেয়ারে বসেই সাংবাদিকের সঙ্গে বাকতিন্ডা শুরু করেন। সে সময় তাঁকে বাহিরে যেতে বলায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কারা সাংবাদিক পাঠিয়েছে জানা আছে, আমিও দেখছি। এক পর্যায়ে তিনি বলেন আমি কুরবানির জন্য পালন করছি। আর এ বিষয়ে আপনি আইন দেখাচ্ছেন ? আপনি মুসলমান কি-না তা নিয়ে সন্দেহ আছে। হাসপাতালের ইনচার্জ বারবার তাঁকে নিরব থাকতে বললেও তিনি উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি তাঁর ছেলেকে হাজির করে ইনচার্জের কক্ষের বাহিরে অবস্থান করেন। ইনচার্জের সঙ্গে আলাপ শেষে বাহির হওয়ার সময় এ প্রতিবেদককে বলেন, কিছু মনে করবেন না। হাসপাতালে ডেলিভারি খুব একটা হয় না। তাই কুরবানির জন্য আমি এটা পালন করছি। তবে কেউ কেউ এটাকে ভালো চোখে দেখছে না। তবে কারা আপনাকে পাঠিয়েছে আমি সব জানি। হাসপাতালের ইনচার্জ ডা. রিফাত বলেন, আমি দুই মাস এখানে এসেছি, তাই এ বিষয়ে আমার জানা ছিলো না। এখন জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সালাম বলেন, বিষয়টি জানা ছিলো না, ওই হাসপাতালের ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছি।
Leave a Reply