মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে চুরি করে সরকারি গাছ কাটার অভিযোগে তিন ইউপি সদস্য সহ স্থানীয় এক বিএনপি নেতার নামে মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর। এর আগে, গতকাল রোববার (১ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে জেলা বন বিভাগ, জেলা পরিষদ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছালে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর গাছগুলো জেলা পরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম গাছগুলো জব্দ করেন। গতকাল সোমববার সামসুল আলম বাদি হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী করা হয়েছে, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হক ওরফে লিটু, সাইদ খোকন, হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কালুপোল গ্রামস্থ কালুপোল হইতে গড়াইটুপি রাস্তার উভয় পাশে থাকা চুয়াডাঙ্গা জেলা পরিষদের মালিকানাধীন বেশকিছু শিশু এবং মেহগনি গাছ আছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুমানিক সকাল ৮টা থেকে গত রোববার (১ ডিসেম্বর) তারিখ বেলা ২টার মধ্যে যে কোন সময় উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীরা চুয়াডাঙ্গা জেলা পরিষদের অনুমতি ব্যতীত রাস্তার উভয় পাশে থাকা মোট ৮ টি শিশু ও মেহগনি গাছ কাটিয়া চুরি করে নিয়ে যায়। যাহার অনুমান মূল্য তিন লক্ষ টাকা। অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল হক ওরফে লিটু বলেন, গত কয়েকদিন আগে চিত্রা নদীর পাড়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নামে রেজিট্রি জমিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয়। এই পরিষদের দরজা জানালার জন্য সব ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই গাছ কাটা হচ্ছিল। তবে বিষয়টি এতো দূর যাবে জানতাম না
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, মামলা রুজু সম্পন্ন হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা অভিযুক্তদের সনাক্ত করতে পেরেছি। মামলার এজাহার থানায় জমা দেয়া হয়েছে।
Leave a Reply