কাগজ প্রতিবেদক ॥ হেমন্তের পর থেকে বসন্তের আগ পর্যন্ত থাকে শীতের প্রকোপ। আর মাত্র দুই সপ্তাহ পরেই হাড় কাঁপানো শীত নিয়ে আসবে পৌষ ! তাই আগে থেকেই শীত নিবারণের গরম কাপড় কেনাকাটায় বেশ হিড়িক পড়েছে। শনিবার (৩০ নভেম্বর) সরেজমিনে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাজারের সাপ্তাহিক হাটে গিয়ে শীত নিবারণের গরম কাপড়ের দোকানে ক্রেতা সাধারণের ভীড় দেখাযায়। নারী-পুরুষ ও শিশু সহ বয়োবৃদ্ধদেরকে নানা ধরণের গরম কাপড় পছন্দ ও বাছাই করে দরকষাকষি করতে দেখা গেছে।
কুমারখালী পৌর বাজারে শীত মৌসুমে প্রতি সপ্তাহের শনিবার দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা নতুন ও পুরাতন গরম কাপড় নিয়ে আসেন। প্রতিবারের মতো এবারও বসেছে গরম কাপড়ের বাজার। সাপ্তাহিক এই বাজার থেকে বিপুল সংখ্যক মানুষ শীত নিবারণের গরম কাপড় ক্রয় করেন। এ বাজারের নতুন গরম কাপড়ের দাম বড় বড় বিপনি বিতানের চেয়ে অনেক কম। আর পুরাতন কাপড় প্রায় অর্ধেক বা তারও কমে পাওয়া যায়। সে কারণে নানা শ্রেণীর মানুষ সাশ্রয়ী মূল্যে এখান থেকে গরম কাপড় সংগ্রহ করেন।
চট্রগ্রামের একজন ব্যবসায়ী জানান, নানা ধরণের নতুন শীতের জ্যাকেট ও ব্লেজার নিয়ে এসেছেন তিনি। এখনো শীত খুব একটা পড়েনি, তবুও অনেক বিক্রি হচ্ছে। একজন ক্রেতা জানান, একটা জ্যাকেট কিনেছি ৮’শ টাকায়। এটাই বাজারের দোকান থেকে কিনলে দুই থেকে আড়াই হাজার টাকা লাগতো। আর পুরাতন গরম কাপড়গুলো ( নারী-পুরুষের সোয়েটার, জ্যাকেট) দেড়’শ থেকে দুই’শ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়াও যা নিবেন ৫০/ ১০০ টাকার মালামালও বিক্রি হচ্ছে।
প্রায় ঘন্টাব্যাপী গরম কাপড়ের দোকানে দোকানে ঘুরে নারীদের কেনাকাটা করতে দেখা যায়। তাদের অনেকেই নিজের জন্য আবার কেউ কেউ শিশুদের সাথে নিয়ে এসেছে চাহিদা অনুযায়ী গরম কাপড় কিনছেন।
একজন নারী ক্রেতা বলেন, আমি ছোট চাকরি করি। বর্তমানে খাদ্য সামগ্রীর দাম প্রায় আকাশ ছোঁয়া। এ অবস্থায় শপিং মল থেকে নিজের কংবা বাচ্চার শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। তাই এখানে এসেছি সাশ্রয়ী মূল্যে মালামাল কিনতে। খুব বেশি পার্থক্য নেই কাপড়ে। পার্থক্য শুধু এটুকুই এখানে মাটিতে বসে বিক্রি করছে আর ওখানে চাকচিক্য দোকানে। কিন্তু দামের পার্থক্য অনেক।
কলেজে অধ্যায়ণরত শিক্ষার্থীরা এসেছেন একটু আনকমন টাইপের জ্যাকেট খুঁজতে। অনেক মালের মধ্যে খুঁজে দেখছেন, গায়ে পড়ে অন্যকে দেখিয়ে পছন্দ করাচ্ছেন। বেশ কয়েকজন স্থানীয় ধনাঢ্য পরিবারের সদস্যদের ঘুরে বোতে দেখা যায় জ্যাকেট ও ব্লেজারের দোকানে। আলাপকালে তাঁরা জানান, এই বহিরাগত ব্যবসায়ীদের কাছে ব্যতিক্রমী কিছু জ্যাকেট, সোয়েটার ও ব্?েজার পাওয়া যায়। সেগুলো সচরাচর বাজারে দেখা যায় না। আমরা সেই ধরণের মালামাল খুঁজতে এসেছি। নারায়ণগঞ্জ থেকে আসা ব্যবসায়ী জানান, নতুন পুরাতন সব ধরণের মাল নিয়ে এসেছি। ক্রেতারা দেখছেন, বিক্রিও হচ্ছে। শীতের মাত্রা বৃদ্ধি পেলে বিক্রি বাড়বে, ব্যবসাও ভালো হবে। আগামী সপ্তাহে আরো উন্নতমানের মাল নিয়ে আসবো, যাতে ক্রেতাদের পছন্দ হয়।
তবিবর সেখ (৭৫) নামের একজন বয়োবৃদ্ধ জানান, কম দামের (১৫০ টাকা) জাম্পার (সোয়েটার) কিনলাম। খুব গরম তাই এখনই গায়ে দেওয়া যাবি নানে। শীত বেশি হলি পড়ে গায় দেবোনে। এই হাটে মাল কিনে ঠকতি হয়না, এখানে যেম্মা মাল সেম্মা দাম। তাই এই হাটে আসি শীতের সময়।
Leave a Reply