ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় স্থাপিত ডিসপ্লে টিভির উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি এ ডিসপ্লে টিভির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে কীভাবে পরিচিত করা যেতে পারে, এটা সেই উদ্যোগের একটা অংশ। আমরা জানি, এটা এখন ডিজিটাল যুগ। এ ডিজিটাল যুগে বিশ্ববিদ্যালয়কে পরিচিত করার জন্য ডিজিটাল উপকরণকে ব্যবহার করতে হবে। আমরা মনে করি, ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশি ও আন্তর্জাতিকভাবে পরিচিতকরণের ক্ষেত্রে এটি আমাদের উদ্যোগের প্রথম পর্যায়। আমরা বিশ্বাস করি, এটি বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও উন্নয়নে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে। আইসিটি সেল-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম সহ অনেক শিক্ষক, কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply