কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আসামী আটক হয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মোঃ আবুল কালাম আজাদ, উপপরিদর্শক, মোঃ রাসেল কবীরসহ বিভাগীয় স্টাফদের নিয়ে রেইডিং পার্টি গঠন করে এবং মিরপুর থানাধীন নওদা খাদিমপুর গ্রামস্থ হুজুর আলীর ছেলে মারফত আলী (৪৪) কে তার বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এদিকে আরেকটি অভিযানে চিথলিয়া গ্রামস্থ মৃত বিশ্বনাথ বিশ্বাস এর ছেলে কমল কুমার বিশ্বাস (৪৭) কে তার নিজ দখলীয় বসতঘর থেকে আরো এক কেজি গাঁজাসহ আটক করেন এবং আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply