সৌদি আরবের জেদ্দায় চলছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় ও শেষ দিন। এবারের আইপিলের নিলামে নাম লিখিয়েছেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার। দ্বিতীয় দিনের নাম আসে পেসার মোস্তাফিজুর রহমানের। তবে এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। সম্প্রতি বিগ ব্যাশে দল পান এই টাইগার লেগ স্পিনার। তাই তাকে নিয়ে ছিল সবার প্রত্যশা। তবে মোস্তাফিজের মতো রিশাদের প্রতিও আগ্রাহ দেখায়নি কোনো দল। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে এবার ফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। প্রথম দিনে তোলা হয় ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
Leave a Reply