ময়নাতদন্ত রিপোর্ট বলছে শ্বাসরোধে হত্যা মামলার তদন্তকারীর ভাষ্য ‘প্রমাণ নেই’
কাগজ প্রতিবেদক ॥ চলতি বছরের ৮ জুলাই দুই বছরের শিশু ইয়াশিশ রহমানকে হত্যা করে তার মা রহিমা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আতিয়ারসহ আরো কয়েকজন মিলে। হত্যার পর এ্যাজমার কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার চালার আতিয়ার। পুলিশকে তারা ম্যানেজ করে বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করে। সুরতহাল রিপোর্টে মৃত্যু স্বাভাবিক বলে প্রতিবেদন দেয় মিরপুর থানা পুলিশ। তবে ময়নাতদন্তে শিশু ইয়াশিশকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সন্তানকে হত্যার দায়ে শিশুটির বাবা মাসুদ রহমান চৌধুরী গত ৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে কুষ্টিয়া মিরপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান মিরপুর থানার এস আই মোঃ ইমদাদুল হক। তিনি মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি ঘটনার স্বাক্ষী নাই বলে উল্লেখ করেন। এদিকে শিশু ইয়াশিশের বাবার দায়ের করা হত্যা মামলায় মা রহিমা খাতুনসহ চার আসামী গত ১৭ নভেম্বর ২০২৪ ইং তারিখে কুষ্টিয়া আদালতে আত্মসমর্পন করলে জামিন না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন। এর আগে এ মামলা আপোষ করার জন্য আসামীরা চাপ দেয় বাদী মাসুদ রহমান চৌধুরীকে। শিশু ইরাশিশ রহমানের বাবা মাসুদ রহমান বলেন, ‘আমার প্রথম স্ত্রী শারিরীকভাবে অসুস্থ থাকায় আমার পরিচিত ও এলাকার ছোট ভাই আতিয়ারের মাধ্যমে ২০২০ সালে মিরপুর উপজেলার কেউপুর গ্রামের রহিম প্রমানিকের মেয়ে রহিমা খাতুনকে বিয়ে করি। বিয়ের পর জন্ম হয় সন্তান ইরাশিশের। এর মাঝে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আমার স্ত্রী। পরকীয়া প্রেমিকের কু পরামর্শে আমার সন্তানকে দুই দফা বাগানে রেখে আসলে তাকে সাপে দংশন করে। হাসপাতালে ভর্তির পর সুস্থ হয় আমার সন্তান। এরপর আমার স্ত্রী সংসার করবে না বলে ভালবাহানা শুরু করে। চলতি বছরের ১৮ মে রহিমার সাথে বিচ্ছেদ হয়। পরে সে ছেলেকে নিয়ে বাপের বাড়ি মিরপুরের কেউপুরে চলে যায়। সেখানে আমি মাঝে মধ্যে গিয়ে দেখে আসতাম সন্তানকে। এর মাঝে একদিন খবর আসে সন্তান ইরাশিশ অসুস্থ হয়ে মারা গেছে। খবর পেয়ে আমি ছুটে যায়, গিয়ে দেখি তার গলার আঘাতের চিহ্ন। আমার সন্দেহ হয় তাকে হত্যা করা হয়েছে। গত ৮ জুলাই আমার ছেলেকে হত্যা করা হয়। সে সময় থানায় মামলা দিতে গেলেও পুলিশ বারবার আমাকে ফিরিয়ে দেয়। সর্বশেষ ৪ অক্টোবর মিরপুর থানা আমার অভিযোগটি গ্রহণ করে। মাসুদ বলেন, সে সময় আওয়ামী নেতাদের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে রহিমা খাতুন ও আতিয়ার এলাকার প্রচার চালায় এ্যাজমা অসুখ থাকায় আমার শিশুপুত্র ইয়াশিশ মারা গেছে। আমি বারবার পুলিশকে বলি আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তারপরও ময়নাতদন্ত ছাড?াই লাশ দাফন করার প্রস্তুতি নেয় রহিমা খাতুন। আমি আদালতে মামলা করার হুমকি দেওয়ার পর পুলিশ ময়নাতদন্তের উদ্যোগ গ্রহণ করে। তিনি বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদনে মৃত্যু স্বাভাবিক বলে প্রতিবেদন দিয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, শিশুটিকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড?া মুখ শ্বাসনালী ও অম্লনালীতে আঘাত রয়েছে। এদিকে মামলার পর থেকে পলাতক ছিল চার আসামী। গত ১৭ নভেম্বর সকালে আদালতে আসে রহিমা খাতুন, আতিয়ার রহমান, ডলার প্রামানিক ও ডলি খাতুন। তারা নিম্ন আদালতে আত্মসমর্পন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। মাসুদ রহমান বলেন, আসামীরা আমাকে নানাভাবে নাজেহাল করে আসছে। পুলিশ প্রথম থেকে বিষয়টি নিয়ে আমাকে অসহযোগিতা করে আসছে। এখন মামলা হয়েছে। আসামীরা কারাগারে আছে। ময়নাতদন্ত রিপোর্টে আমার ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু পুলিশ সঠিক তদন্ত না করেই আদালতে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার স্বাক্ষী পায়নি বলে উল্লেখ করেছেন। আমি এই তদন্ত মানি না। আমি আদালতে নারাজি দিয়ে ঘটনার সঠিক তদন্ত দাবি করবো। মামলার বাদী শিশুটির পিতার অভিযোগের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইমদাদুল হককে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি তদন্ত করে যা পেয়েছি তাই আদালতে জমা দিয়েছি।
Leave a Reply