কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলায় শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা ব্লক বাঁধের ধসে পড়া অংশ থেকে আবারও ভাঙন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটা থেকে এই ভাঙন দেখা দেয়। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় দুটি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। নদ তীরবর্তী বাসিন্দারা তাদের বাড়ির অংশ খুলে ও মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছে। এর আগে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হাটশ হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার ব্লক গড়াই নদীতে বিলীন হয়। ধসে পড়া বাঁধের পাশেই গ্রামের মানুষের বসতি। ব্লক ধসে পড়ায় একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে। গত তিন দিনে পানি আরও বেড়েছে। বাঁধের কয়েক মিটার পাশে থাকা বাড়ির দিকে পানি চলে যাচ্ছে। এতে ঝুঁকিতে আছে বাড়িঘরগুলো। নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বুধবার বিকেলের পর সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে অন্তত ১ হাজার ৬০০ বস্তা ফেলা হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হঠাৎ করে সন্ধ্যা সাতটার দিকে সেখানে পানির নিচ থেকে বুদ-বুদ উঠতে থাকে। এক পর্যায়ে ব্লক বাঁধ ভাঙতে থাকে। এ সময় তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকা দালানের বাসিন্দারা রাতের আঁধারের মধ্যে দ্রুত তাদের আসবাব অন্যত্র সরাতে শুরু করে। রাত সাড়ে সাতটার পর সামসুল হক নামের এক ব্যক্তির একটি বাড়ি ভেঙে তলিয়ে যায়। এরপর রাত আটটার দিকে পাশেই মোজাম্মেল হকের পাকা বাড়ির কিছু অংশ ভেঙে তলিয়ে যায়। সাড়ে আটটা পর্যন্ত ব্লক বাঁধ ভেঙে সেতুর দিকে এগিয়ে আসতে থাকে। সন্ধ্যার পর থেকে দেড় ঘণ্টায় অন্তত ৪০ মিটার ভেঙেছে। ভাঙন সেতুর কাছাকাছি চলে যাচ্ছে। ভাঙন স্থল থেকে মাত্র এক শ মিটার দূরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওই সেতুর অবস্থান। ঘটনাস্থলে দাঁড়িয়ে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম সম্পা মাহমুদ বলেন, ‘ভেঙে পড়া অংশে বালুর বস্তা ফেলা হয়েছে। কিন্তু পানির স্রোত তীব্র হওয়ায় ভাঙন ঠেকানো যাচ্ছে না। শুধু চেয়ে চেয়ে দেখছি। প্রকৃতির কাছে হার মানতে হচ্ছে।’ তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথম দিনের ভাঙনের পর যদি দ্রুত বাঁধ প্রতিরোধক গড়া যেত, তাহলে সন্ধ্যার ঘটনা না–ও ঘটতে পারত। এখানে প্রশাসনের গাফিলতি আছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার কিছু বস্তা ফেলা হয়েছিল। মঙ্গলবার বিকেলেও ফেলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রত ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন হরিপুরবাসীর স্বপ্ন গড়াই নদীর উপর সংযোগ সেতু। কুষ্টিয়ার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির আন্তরিক প্রচেষ্টায় ২০১৭ সালে গড়াই নদীর উপর শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়। এর পর থেকে হরিপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হয় এবং সেখানকার জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন আসে, অল্পদিনের মধ্যেই পুরো হরিপুর ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে বহুতল বাড়ী, মার্কেট, শপিংমলসহ নানা স্থাপনা নির্মাণের প্রতিযোগীতা। কিন্তু গড়াই নদীর এমন ভাঙ্গনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী করেছে এলাকাবাসী।
Leave a Reply