কাগজ প্রতিবেদক ॥ ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দিবসটি উপলক্ষে ২২ নভেম্বর শুক্রবার বাদ জুম‘আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং হল মসজিদসহ অন্যান্য মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পর কেক-কাটা কর্মসূচির মধ্য দিয়ে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে বর্ণাঢ্য আনন্দ র্যালি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, বিভাগসমূহ আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী উদ্বোধন, জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাকে আলোকপাত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা, ডকুমেন্টারী প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২৪, ২৫ ও ২৬ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হবে। এছাড়াও সড়কে জুলাই-আগস্ট‘২০২৪-এর চেতনা ধারণ করে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে।
কর্মসূচির বিস্তারিত :
৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৫ নভেম্বর ২০২৪ তারিখ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর। এসময় উপস্থিত থাকবেন ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ডীন মহোদয়গণ। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্ট ও হাউজ-টিউটরগণ।
পতাকা উত্তোলন শেষে ভাইস চ্যান্সেলর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পর কেক-কাটা কর্মসূচির মধ্য দিয়ে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন। এসময়ে উপস্থিত থাকবেন সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দসহ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচি উদ্বোধনের পর ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক, ডিন মহোদয়গণ এবং সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট ও হাউজ-টিউটরগণ, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দসহ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে। এ সময় সকল বিভাগ, অফিস, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ তাঁদের নিজস্ব ব্যানার নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করবেন। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তর চত্বরে এসে শেষ হবে।
আনন্দ র্যালি শেষে স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এরপর ভাইস চ্যান্সেলর বিভাগসমূহ আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী উদ্বোধন করবেন। এ সময় তাঁর সাথে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক, ডীন মহোদয়গণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং বিভাগীয় সভাপতিগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে টিএসসিসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাকে আলোকপাত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর স্মৃতিচারণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করবেন বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান। স্মৃতিচারণ করবেন ডিন, চেয়ারম্যান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতিগণ, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এস্টেট প্রধান জনাব মোঃ আলাউদ্দিন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সমন্বয়কারী এস. এম. সুইট। দুপুর ১২টায় জুলাই-আগস্ট‘২০২৪-এর উপর ডকুমেন্টারী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২৪, ২৫ ও ২৬ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হবে। এছাড়াও সড়কে জুলাই-আগস্ট‘২০২৪-এর চেতনা ধারণ করে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে।
দিবসটি উপলক্ষে ২২ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার বাদ জুম‘আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং হল মসজিদসহ অন্যান্য মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply