কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ছাহেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ আগষ্ট) ভোরে মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। সে আদর্শপাড়ার সায়েদ মালিথার মেয়ে ও বীজনগর গ্রামের ফিরোজের স্ত্রী।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি মাফিজুর রহমান জানান, নিজ ঘরেই ওড়না পেচিয়ে ছাহেরা খাতুন আত্মহত্যা করেছে বলে তার বাড়ির লোকজন ও স্থানীয়দের কাছে জানতে পেরেছি। পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে এ ঘটনার পর তাকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সে অসুস্থ ছিলো মৃত্যুর আগে তার পেটে যন্ত্রণায় ভুগছিল। ধারণা করছি যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে।
Leave a Reply