1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:49 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

দৌলতপুরের ‘সাঈদ বাহিনী’র অত্যাচারের গল্পের স্বাক্ষী পদ্মার জল আর পদ্মাপাড়ের মানুষ’

  • প্রকাশিত সময় Wednesday, August 18, 2021
  • 677 বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মায় সশস্ত্র চাঁদাবাজি, ছিনতাই,রাহাজানিতে অতিষ্ট ব্যবসায়ী ও এলাকাবাসী। সম্প্রতি দৌলতপুরের প্রতিবেশী উপজেলা রাজশাহী জেলার বাঘা উপজেলায় দৌলতপুরের তিন যুবক আগ্নেয়াস্ত্রসহ চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটকের পর পদ্মায় দস্যুতার খবর ফের আলোচনায় আসে। গেল ১৫ আগস্ট আটক হয় তিন জলদস্যু দৌলতপুরের ফিলিপনগরের গোলাবাড়িয়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠন আলী (২১), এনামুল হকের ছেলে তুহিন আলী (২২) ও ভাংগা গ্রামের মৃত ছলেমান হোসেনের ছেলে মোমিন হোসেন (২৩)। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভেড়ামারার এক বালু ব্যবসায়ী জানান, মাস দেড়েক আগেও বালু বাহী ট্রলার নিয়ে চাঁদাবাজদের কবলে পড়তে হয় তাকে। সন্ত্রাসী বাহিনীর ভয়ে থানায় অভিযোগ দায়ের না করলেও বিট পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি। তিনি বলেন, দৌলতপুরের চাঁদাবাজদের কার্যকলাপে দৌলতপুর, ভেড়ামারা এবং বাঘার ব্যবসায়ী-শ্রমিকেরা অতিষ্ট হয়ে পড়েছেন। চাঁদা না দিলে মালভর্তি কার্গো অস্ত্রের মুখে ছিনতাই করা হয়, শ্রমিকদের গালাগাল দেয়া ও মারধর করা হয়। ধারণ করা বক্তব্যে একই এলাকার আরেক ব্যবসায়ী বলেন, এই বাহিনীর বিরুদ্ধে মুখ খোলার সাহস কারো নেই। আমরাও মুখ খুলে বিপদে পড়তে চাই না। এসময় সংবাদকর্মীদের ছদ্মবেশ ধারণ করে নদীতে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, নদীতে গেলেই চাঁদাবাজদের অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি সহজেই দেখা যাবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ইউপি সদস্য বলেন, বালুবাহী কারগো প্রতি এক হাজার থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত চাঁদা দিয়ে চলতে হয়, মাসে একেকজন ব্যবসায়ীকে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত সন্ত্রাসীদের চাঁদার টাকা গুনতে হয়। দৌলতপুরের এক বালু ব্যবসায়ী (পরিচয় প্রকাশে অনিচ্ছুক) বলেন, এই চক্রের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকেই উল্টো মিথ্যা মামলা এবং হামলার স্বীকার হতে হয়। ইতোমধ্যেই তারা বিভিন্ন জনের বিরুদ্ধে সিন্ডিকেট করে মামলা দিয়েছে এবং বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে বিভ্রান্ত করে রেখেছে, যেন তাদের কার্যকলাপ আলোচনায় না আসে। প্রতিবেদনের প্রয়োজনে গোড়া পর্যন্ত পৌঁছানোর চেষ্টা পুরোপুরি সফল না হলেও জানা গেছে, এই বাহিনীর ফার্স্ট ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করেন দৌলতপুরের বৈরাগীর চর এলাকার ভাদু মন্ডলের ছেলে সাঈদ। দীর্ঘদিন ধরে নদীতে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আসছে চক্রটি। মাদক চোরাচালান, নদী তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলের দোকানপাটে চাঁদাবাজি, নদীতে জেলেদের কাছে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ট্রলার বা কার্গো প্রতি উৎকোচ আদায় করে আসছে এই বাহিনী। নদীতে ৩টি বিলাসবহু ট্রলার ও কয়েকটি অতিমাত্রায় গতিশীল ছোট ট্রলারের মাধ্যমে এসব সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে তারা। তবে, নদীতে অস্ত্রবাজী-চাঁদাবাজির বিষয় অস্বীকার না করলেও সাঈদ গ্রুপের প্রধান সাঈদ দাবি করেন, এ বছর এসব কাজে যাননি তিনি। এদিকে ১৫ আগস্ট ধরা পড়া তিন ব্যক্তি সাঈদ গ্রুপের অন্যতম সদস্য এবং মিঠন, মোমিন সাঈদের দেহরক্ষী হিসাবে কাজ করেন বলেও ধারণকৃত বক্তব্যে অভিযোগ রয়েছে। মোমিন সাঈদের ভাই বলেও এলাকায় পরিচিতি রয়েছে। এ প্রসঙ্গে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চাঁদাবাজদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট, তাদের সহযোগিতায় ইতোমধ্যে তিন জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের কাছে তিনটি অবৈধ পিস্তল পাওয়া গেছে। সাঈদ বাহিনীর হিংস্রতায় ভীত এলাকাবাসী বলেন, নদীতে আধিপত্য বিস্তারে অন্ধকার জগতের এই বাহিনী এমন কোন কাজ নেই যা করতে পারে না! একারনেই তারা এসব বিষয় নিয়ে চুপ থাকেন এবং চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। নদীর ভরা মৌসুম এবং তীব্র স্রোত ব্যবহার করে বিভিন্ন পয়েন্টে তারা এসব কাজ করে বলে মন্তব্য করেন তারা। এবিষয়ে কিছুই অবগত নন বলে দাবি জানিয়েছেন, দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন। দৌলতপুরের জলে দস্যুতা প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ২৫ থেকে ৩০ জনের দল ‘সাঈদ বাহিনী’র অত্যাচারের গল্পের সাক্ষী যেন পদ্মার জল আর পদ্মাপাড়ের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640