কাগজ প্রতিবেদক ॥ সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে উগ্র মৌলবাদ, জঙ্গিবাদের কোন স্থান নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ ভাবে ওই অপশক্তিকে বিনাশ করা হবে। গতকাল সকালে কুষ্টিয়া সদর উপজেলা সভা কক্ষে সদর ও শহর আওয়ামীলীগের উদ্যোগে ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামালা দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এ দেশের মানুষের সার্বিক মুক্তি। সে লক্ষ্যে তিনি মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজী রেখে পাকিস্তানবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার ডাকে ৭ কোটি বাঙ্গালী সেদিন পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কিন্ত পরাজয় মেনে না নিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে আগষ্টে একটি কালো অধ্যায় রচনা করে। তারাই ধারাবাহিকতায় ১৫ আগষ্ট, ১৭ই আগষ্ট ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার পেছনে নেপথ্যের নায়ক কারা তা আজ দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। ওই জিয়া ১৫ আগষ্ট’র মুল নায়ক, তার স্ত্রী, পুত্র বেগম খালেদা, তারেক জিয়া ১৭ ও ২১ আগষ্টের নায়ক। তিনি বলেন, এ ঘটনা আজ সামনে এসেছে। সময় এসেছে ওই গ্রেনেড হামলার বিচার করার। তিনি বলেন, শেষ অস্ত্র হিসেবে জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করেছিলেন। কিন্তু মহান রাব্বুল আলামিন তাঁকে রক্ষা করেছেন। আমরা আজ একটি উন্নত-ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই করোনা সংকটেও জননেত্রী শক্ত হাতে আল্লাহর রহমতে মোকাবেলা করে চলেছেন। ইনশাল্লাহ এ সংকট কেটে গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও গতিতে শুরু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবউন নেছা সবুজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। এ সময় ব্যারিষ্টার গৌরব চাকী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আখতারুজ্জামান লাবু, শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply