আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রাম থেকে বৈদ্যুতিক পোল থেকে ২৪৫০ মিটার তার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার উদ্ধার ও অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নং ওয়ার্ড বেলগাছি এলাকায় ১৫টি বৈদ্যুতিক পোল থেকে তার কেটে নিয়ে গেছে চোরচক্র। এতে এলাকার বেশ কিছু কৃষকরা তাদের ক্ষেতে সেচ দেয়া নিয়ে পড়েছেন বিপাকে। দ্রুত বিষয়টি সমাধান না করলে ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কৃষকরা। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি বলেন, রাতে যে কোন সময় এ ঘটনা ঘটেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা বৈদ্যুতিক কাজে দক্ষ। কারণ, বিদ্যুৎ থাকা অবস্থায় পোল থেকে তার কেটে নেয়া যে কারোর পক্ষে সম্ভব নয়। স্থানীয় এক কৃষক বলেন, যেখান থেকে তার কাটা হয়েছে তারপর থেকে কোন বসতি নেই। মাঠের মধ্যেই সংযোগ শেষ হয়েছে। এই এলাকায় একটি পানির পাম্প দ্বারা ফসলের মাঠে সেচ দেয়া হয়। বিদ্যুৎ না থাকলে ফসলের ক্ষতির মুখে পড়তে হতে পারে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ১৫টি পোল থেকে প্রায় ২৪৫০ মিটার তার কেটে নিয়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার উদ্ধার ও অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে অভিযান চলছে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রায় দুই কিলোমিটার তার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
Leave a Reply