কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ২৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়া পাড়া এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফকৃতরা হলেন- ওই এলাকার মৃত হিলাল উদ্দিনের ছেলে মামুন (৪০), মৃত জাকির হোসেন ছেলে জুয?েল (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, কয়েকজন মাদক বিক্রেতা কয়া ইউনিয়নের বানিয়া পাড়ায় মাদক কেনা-বেচার জন্য অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, সোমবার রাতে আসামীদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং ১৩। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে।
Leave a Reply