1. nannunews7@gmail.com : admin :
November 14, 2024, 6:30 am

মিরপুরে পদ্মায় জেগে ওঠা চরের দখল নিতে হামলা, গুলিতে একজন নিহত

  • প্রকাশিত সময় Sunday, November 10, 2024
  • 5 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১১ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম (৪৫) মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে। ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় পদ্মা নদীর চরের জমিতে চাষাবাদকে কেন্দ্র করে এলাকার সরদার বংশ ও গায়েন বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত দুই মাস আগে দাদাপুরীর চর নামে একটি নতুন চর জেগে ওঠে। জেগে ওঠা এই চরের দখল নিয়ে কিছুদিন ধরে দুই বংশের মধ্যে উত্তেজনা চলছিল। হাসপাতালে চিকিৎসাধীন রুবেল হোসেন জানান, রোববার (১০ নভেম্বর) সকাল আটটার দিকে শাহজাহান সরদার ও কদু সরদারের নেতৃত্বে ৬০-৭০ জন অস্ত্র-শস্ত্র নিয়ে তার দাদা হাতিয়ার সরদারের বাড়িতে হামলা চালান। এ সময় শাহজাহান সরদারের ছররাগুলিতে তার চাচা তৌহিদুল ইসলাম সরদার নিহত হন। হামলায় তার বড় চাচা জাহাঙ্গীর সরদারসহ ১৫-২০ আহত হয়েছেন। নিহত তৌহিদুলের ছোট ভাই সুজন আলী জানান, শাহজাহান সরদার, কদু সরদার, মান্নান গায়েন, টিপু গায়েন ও রুবেল গায়েন অন্তত শতাধিক লোক আমার চাচা আতিয়ার সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় আমরা ভাইয়েরা ঠেকাতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। ওদের অনেকের হাতে বন্দুক ছিল। গুলিতে আমার ভাই তৌহিদুল মারা গেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পদ্মায় জেগে ওঠা নতুন চরের দখলকে কেন্দ্র করে বিবাদমান দুটি বংশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। শিশু পরিবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া সরকারি শিশু পরিবারে (এতিমখানা) নিম্নমানের খাবার দেওয়া, শিশুদের জন্য সরবরাহকৃত মালামাল বিক্রি, শিশুদের নির্যাতনসহ নানা অভিযোগ উঠেছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ করেছে সেখানকার শিশুরা।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ওই এতিমখানার শিশুরা জড়িতদের বিচারের দাবি জানিয়েছে। একইসঙ্গে তাদের পদত্যাগের দাবিও জানানো হয়েছে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এ সময় সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন ও ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ছাড়াও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে নির্যাতনের শিকার হয়ে রিজভী নামের এক শিশু ছয় দিন আগে সেখান থেকে পালিয়েছে। সেদিন থেকে নিখোঁজ রয়েছে শিশুটি। আন্দোলনকারী শিশুদের অভিযোগ, শিশু পরিবারে দৈনিক খাবার তালিকায় যে খাবার সরবরাহের কথা, তা খেতে দেওয়া হয় না। বিপরীতে নিম্নমানের খাবার অল্প পরিমাণে দেওয়া হয়। পচা মাছ খাওয়ানো হয়। গরু বা খাসির মাংস খাবার তালিকায় থাকলেও বিশেষ দিন ছাড়া সেগুলো রান্না করা হয় না বা খেতে দেওয়া হয় না। এ ছাড়া প্রতিদিন মোটা চাল ও পানির মতো পাতলা ডাল রান্না করে দেওয়া হয়। তারা বলে, খাবার নিয়ে প্রতিবাদ করলে আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস ও ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামান স্যার আমাদের জন্য সরবরাহ করা মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। বিভিন্ন সময় এতিম শিশুদের শারীরিকভাবে নির্যাতন করে থাকেন। কাজ করতে শিশুদের বাধ্য করেন। না করলে আমাদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মারধর ও নির্যাতন করা হয়। তাদের নির্যাতনে এখান থেকে রিজভী পালিয়েছে। সে এখানো নিখোঁজ রয়েছে। আমরা জড়িতদের পদত্যাগ ও শাস্তি চাই।
এদিকে গত ২ নভেম্বর থেকে রায়হান হোসেন রিজভী (১২) নামের এক আবাসিক এক শিশু নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বজনরা।
নিখোঁজ রিজভীর স্বজনরা বলেন, কুষ্টিয়া শিশু পরিবারে রিজভী তিন বছর ধরে থাকে। হঠাৎ করে গত ২ নভেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন অনিয়ম-দুর্নীতি করেন। শিশুদের ঠিকমতো খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন না। এ ছাড়াও তিনি বিভিন্নভাবে শিশুদের নির্যাতন করেন। রিজভীকেও তিনি নির্যাতন করেন। রিজভী নিখোঁজ রয়েছেন, আমরা খুব টেনশনে আছি। আমরা রিজভীকে ফিরে পেতে চাই। রিজভী নিখোঁজের দায় ইলিয়াস হোসেনের। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া শহরের চৌড়হাস ক্যানেলপাড়া এলাকায় এতিম ও অনাথ শিশুদের জন্য একটি সরকারি শিশু পরিবার চালু করে সরকার। জেলা সমাজসেবা অধিদফতরের অধীনে সরকারি শিশু পরিবারে ১০০ আসন আছে। বর্তমানে এই পরিবারে ভর্তি শিশু আছে ৬২ জন। সরকারি শিশু পরিবারের (বালক) সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন ও ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শিশুদের নির্যাতন ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ মিথ্যা। অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেলে শান্তি মেনে নেবো আমরা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, শিশু পরিবার থেকে রিজভী নামের এক শিশু পালিয়েছে। সে বর্তমানে নিখোঁজ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, অনিয়ম-দুর্নীতি ও নির্যাতনের অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640