1. nannunews7@gmail.com : admin :
November 14, 2024, 4:01 am

কুষ্টিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে খুন-চুরি-ছিনতাই, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

  • প্রকাশিত সময় Wednesday, November 6, 2024
  • 21 বার পড়া হয়েছে

এক মাসে মডেল থানা মসজিদে ৮ বার চুরি

কাগজ প্রতিবেদক ॥ এক সময়ের চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত কুষ্টিয়ায় মাত্র তিন মাসের ব্যবধানে স্বরণকালে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মাত্র এক মাসের ব্যবধানে কুষ্টিয়া খোদ মডেল থানা মসজিদে ৮ বার চুরি সংঠিত হয়েছে। ক্রমেই বাড়ছে খুন, লাশ উদ্ধার, মারামারি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অনেক জায়গায় চলছে চাঁদাবাজি ও অবৈধ দখলযজ্ঞ। কিছুতেই কমছে না মাদকের আগ্রাসনসহ নানা অপরাধ। আবারও অশান্ত হয়ে রক্তাক্ত জনপদে রুপ নিচ্ছে কুষ্টিয়া। প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিনিয়ত নানা অপরাধ দিন দিন বেড়েই চলেছে।
যথা সময়ে এসব অপরাধ আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে না পারলে অবস্থার আরও অবনতি হবে বলে জানিয়েছেন সচেতন মহল। প্রশাসনের যথাযোগ্য ভূমিকার অভাবে সর্বত্রই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে তাদের অভিমত। এতে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সকল শ্রেণি পেশার মানুষ।
জানা গেছে, নিখোঁজের চার দিন পর ৯ আগস্ট দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে আসাদুল (৫০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ১৯ আগস্ট রাতে কুষ্টিয়ার দৌলতপুর পদ্মা নদীর রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় সাগর হোসেন (২৬) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করে পাবনা নৌ পুলিশ। সাগর হোসেন রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার চরের লোকনাথপুর গ্রামের মৃত সৌকত মন্ডলের ছেলে। কুষ্টিয়ায় বালুরঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ প্রকাশ্যে দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৫ ২৪ আগস্ট সকালে কুষ্টিয়া সদর উপজেলার আসাননগর গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ২৪ আগস্ট দুপুরে কুষ্টিয়ার আল্লাহর দর্গাবাজার এলাকায় রজব আলী (২৮) নামের ভ্যানচালকের ঘুষিতে বারু সর্দার (৬০) নামের অপর ভ্যানচালকের মৃত্যু হয়। ওই ঘটনায় অভিযুক্ত ভ্যানচালক রজবকে আটক করে পুলিশ। র‌্যাব সর্দার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকার মৃত বিদু সর্দারের ছেলে। রজব আলী একই উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি এলাকার বদরউদ্দিনের ছেলে।
৩০ আগস্ট রাতে নিজ এলাকায় পিকনিক করছিল দুটি গ্রুপ। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটলে কলেজছাত্র রাব্বি হোসেন (২০) আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়। নিহত রাব্বি হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিস দখল করে চাঁদাবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর রেল সেতুর জয়নাবাদ অংশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ২৪ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার ঈগল চত্বরে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
২৫ সেপ্টেম্বর সকালে খোকসা উপজেলায় জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমানের (৪৫) ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম এবং হাত-পা ভেঙে ফেলা হয়। আহত মজিবর রহমান জানিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নে রশিদিয়া দরবার শরিফে হামলা ও ভাঙচুরের পর ওই দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়।
৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুকে (৭০) নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। ‘চোখের সামনে আব্বা ও চাচাকে হত্যা করেছে, আমি বেঁচে গেছি’ কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা ১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কার্টপাড়া এলাকায় একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়। নিহত রুবেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। ৬ অক্টোবর কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ পদে যোগদান করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে অধ্যাপক মোসলেম উদ্দিন লাঞ্ছিত হয়। তারা অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। এ সময় অন্য শিক্ষকরা দাঁড়িয়ে ছিলেন। এরপর নতুন অধ্যক্ষকে কলেজ থেকে বের করে দেন শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন মোসলেম উদ্দিন। ৮ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে বালু তোলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে হুমায়ন শেখ (২৭) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার আনোয়ার হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৪) নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়। ১০ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাজপাড়া গ্রামের সরকার পাড়া মোড়ে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়। ১২ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার পাবনা নৌ পুলিশ। ১৫ অক্টোবর ও ১৬ অক্টোবর কুষ্টিয়ায় গড়াই নদে আওয়ামী লীগ নেতার ইজারা নেওয়া বালুর ঘাট ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। ঐ ঘটনায় বালু ভাগাভাগিকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বালুঘাট থেকে সাময়িকভাবে বালু অপসারণ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অপরদিকে পুলিশ লাইনের সামনে পশ্চিম মজমপুর, কমলাপুর, থানাপাড়াসহ পাড়া-মহল্লায় প্রতিদিন গ্রীল কেটে মটরসাইকেল চুরি, সাইকেল চুরির ঘটনাতো আছেই। এদিকে ৫ আগষ্টের পর থেকে কুষ্টিয়া মডেল থানায় সম্পুর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়ে। শুরু হয় চুরি। বৈদ্যুতিক সার্ভিস লাইন, পানির লাইন, টিন সেডের টিন, থানার বৈদ্যুতি ফিটিংস, চেয়ার-টেবিল, এমনকি মালখানার মালামাল চুরি হতে থাকে। সর্বশেষ অক্টোবর মাসের ৫ তারিখ থেকে মডেল থানার মসজিদে সাউন্ড বক্স, জুতার বক্স, এমব্লিফায়ার এবং ৪ নভেম্বর এসির তার চুরিসহ মাত্র এক মাসে ৮ বার চুরি সংঘঠিত হয়েছে। এতে মসজিদের মুসুল্লীরা ক্ষোভ প্রকাশ করেছে। এমন ভাবে জেলার আইনশৃংলা পরিস্থিতি অবনতি হতে থাকলে বড় ধরণের ঘটনা ঘটতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640