1. nannunews7@gmail.com : admin :
November 14, 2024, 3:55 am

কিছুতেই রোধ করা যাচ্ছে না মডেল থানার মসজিদে চুরি!

  • প্রকাশিত সময় Tuesday, November 5, 2024
  • 23 বার পড়া হয়েছে

এমব্লিফায়ারের পর এবার এসির তার চুরি
কাগজ প্রতিবেদক ॥ গাড়ির সরঞ্জাম, অফিসার ইনচার্জ বাসভবনের আসবাবপত্র, এসি, অফিসারদের আসবাব পত্র, বৈদ্যুতিক লাইনের তার, পানির কল, টিনসেডের টিন, গ্রীলসহ একের পর এক চুরিতে নিঃশ^ হচ্ছে কুষ্টিয়া মডেল থানা। এবার থানার মসজিদ শুরু হয়েছে। সাউন্ড বক্স, পানির ফ্লিটার, জুতার বাক্স চুরি হয়েছে মাত্র ১ মাস আগে। মাত্র পনের দিন আগে মসজিদের ভেতরে এমব্লিফায়ার চুরি হওয়ার পর এবার চুরি হলো মসজিদের এসির তার। এভাবে চুরি হতে হতে নিঃশ^ হচ্ছে মডেল থানার অবকাঠামোসহ থানার মসজিদের সর্বস্ব। কোন ভাবেই রোধ করা যাচ্ছে না এসব চুরি। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছে মসজিদের মুসুল্লীসহ এলাকাবাসী। এসব বিষয়ে পুলিশ জানিয়েও এখন ফায়দা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅত্থুন্যানে আওয়ামীলীগ সরকার পতনের পর কুষ্টিয়া মডেল থানা আক্রমনে পুড়ে ছাই হয়ে যায়। থানার অফিসার ইনচার্জসহ কর্ত্যরবত সেখান থেকে বেরিয়ে যায়। পড়ে থাকে মডেল থানার শুধু মাত্র ভবন। এর পর স্বাভাবিক আইনশৃংলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও আইনগত সহায়তা প্রদানের জন্য কুষ্টিয়া সদর ফাঁড়িতে মডেল থানার কার্যক্রম চালু করা হয়। এর পর মুল মডেল থানার কার্যক্রম বন্ধ থাকায় এখানে সেন্ট্রিও থাকে না। এ সুযোগে স্থানীয় একটি চোর চক্র সক্রিয় হয়ে উঠে। শুরু করে মডেল থানায় চুরি। ষ্টেশনের দিকে দেয়াল ভেঙ্গে প্রথমে থানার সার্কেল অফিসের আসবাবপত্র, সার্ভিস লাইন, গাড়ির সরঞ্জাম, টিন সেডের টিন, ইট, ইলেকট্রিক বিভিন্ন সরঞ্জামাদিসহ দিনের পর দিন একেবারে শুন্য হয়ে পড়ে আছে মডেল থানার ভবন। এর পর চোর চক্রের নজর পড়ে মডেল থানার মসজিদের দিকে। মসজিদের জুতার বক্স দিয়ে শুরু করে। এর পর বাথরুমের কল, লাইট, সাউন্ড বক্স, আযান দেয়ার জন্য এমব্লিফায়ার চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর মুসুল্লীরা টাকা তুলে মসজিদে একটি এমব্লিফায়ার কিনে দেয়। এর পর গতকাল সোমবার দিবাগত রাতে চুরি হয় মসজিদের এসির তার। এ ঘটনায় যোহরের পর থেকে মসজিদ কমিটি ও স্থানীয় মুসুল্লীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। খবর পেয়ে গতকাল বিকেলে মডেল থানার একটি টিম সরজমিনে একজন মহিলাকে আটক করে তাৎক্ষণি জিজ্ঞাসাবাদে তাকে ছেড়ে দেয়। এর পর সেখানেই অবস্থান করে। মডেল থানা চুরি প্রসঙ্গে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক সরকার জানিয়েছেন, আসলে এটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। এমনিতেই মসজিদ যে আয় তাতে ঈমাম, মুয়াজ্জিনের বেতনই হয় না। তার উপর কয়েকদিন পর পর চুরি ঘটনায় আল্রাহর ঘরটিতে নামাজ আদায় কার্যক্রম ব্যহত হচ্ছে। তিনি বলেন, কিছুদিন আগে মুসুল্লীদের টাকায় একটি এমব্লিয়ায়ার কেনা হয়েছে। একজন একটি এসএস, বক্স দিয়েছেন। ইতিমধ্যে আমরা মসজিদের জানালার জন্য গ্রীল দেয়ার উদ্যোগ গ্রহন করেছি। এখন আবার এসির তার চুরি হলো এ ঘটনা কিছুতেই মানা যায় না। এ ব্যাপারে তিনি মডেল থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেছেন। ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে, মসজিদের ঈমাম হাফেজ মাওলানা নাজিম উদ্দিন জানিয়েছেন, আল্লাহর ঘরে দিনের পর দিন এমন চুরি কিছুতেই মেনে নেয়া যায়। তিনি অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের কাছে মডেল থানায় একটি স্থায়ী পাহারার ব্যবস্থার দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640