কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘কিশোর-কিশোরী ক্লাব’ স্থাপন প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ১৩টি ক্লাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, শহর, শহরতলী, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কিশোর-কিশোরী, যুবক, যুবতীসহ নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাসসহ নানা বিপথগামী পথ থেকে রক্ষা করতে সরকার শিক্ষা, সংস্কৃতি চর্চ্চার পাশাপাশি ক্রীড়া-বিনোদনমুলক ব্যবস্থা প্রকল্প গ্রহন করেছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজ হচ্ছে জেলার নারী উন্নয়নের পাশাপাশি কিশোর-কিশোরীদের উন্নয়নে ভুমিকা রাখতে পদক্ষেপ গ্রহন করতে হবে। তিনি বলেন, একটি চক্র সরকারের নারী উন্নয়নকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের হাতে সরকারের দেয়া নারী উন্নয়নের নানা উপকরণ বিতরণ করে চলেছে। এ সব বিষয়ে সঠিক ভাবে তদন্ত করে দেখা হচ্ছে, কারা কি কারণে কোন উদ্দেশ্যে দায়িত্বে থেকে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির জেলায় বসে অন্যজেলা, অন্যমনা মানুষকে উৎসাহিত করে চলেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীর মাসে মুক্তিযুদ্ধ বিরোধী মনাদের নানা ভাবে প্রতিষ্টিত করা মানে বঙ্গবন্ধুর আদর্শকে বিসর্জন দেয়া। তিনি বলেন, সদর উপজেলার যে সকল ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হলো। তার সঠিক কার্যক্রম পর্যবেক্ষন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, ক্লাব কো-অর্ডিনেটর, জেন্ডার প্রমোটারসহ সংগীত শিক্ষকগণ এবং প্রতিটি ক্লাবের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩টি ‘কিশোর-কিশোরী ক্লাবে’ হারমোনিয়াম, তবলা, কেরাম বোর্ড, দাবা সেট, লুডু সেট ও করোনার সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভার) ও প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন।
Leave a Reply