কাগজ প্রতিবেদক ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব মিলপাড়া মহিলা শ্রমিক লীগের কার্যালয় থেকে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের ১৫ই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি তমিজউদ্দিন ইউসুফ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কুষ্টিয়া জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন্নেস। সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, হাফিজুর রহমান। যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, শাহিনুল ইসলাম লেবু, মোহাম্মদ পলাশ মিঞা, সহ-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, জহির রায়হান, তরিকুল হাসান মিন্টু প্রচার, আব্দুর রশিদ ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা সুমিত্রা সাহা, সহ সম্পাদিকা হোসনে আরা বেগম, কুমারখালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুজ্জামান স্বপন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, শাহ আলম খলিল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিবিএ, নন সিবিএ ইউনিট কমিটির দোয়া পরিচালনা করে মিলপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান। ১৫ ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপরিবারে ১৭ জন নিহত হয়েছিলেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর খুনিরা যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে দেশের মাটিতে নিয়ে এসে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট’র ধানমন্ডির ৩৩ নম্বর বাড়িতে স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু বিপথগামী সেনা সদস্যদের গুলিতে তার মরদেহ দেখার জন্য একজন আওয়ামীলীগের নেতা-কর্মী আসেন নাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে আমাদের আবেদন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এর হত্যাকান্ডের ষড়যন্ত্রকারীরা এবং নীল নকশাকারী কারা পেছনে ইন্দন দিয়েছিল তদন্তের মাধ্যমে সকল ইন্দন দাতা এবং ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
Leave a Reply