কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেছেন, কুষ্টিয়া প্রেসক্লাব জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নানা স্মৃতি বিজড়িত এই ক্লাব জেলার সাংবাদিকদের বিচরণক্ষেত্র ছিল। এখানে জেলার সাংবাদিকদের কর্মতৎপরতা ও উৎসবমুখর পরিবেশ সবমহলে সমাদৃত। গতকাল সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের এম.এ রাজ্জাক মিলনায়তনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের আহবায়ক গাজী মাহাবুব রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আনিসুজ্জামান ডাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, সমকাল ও ডিবিসি প্রতিনিধি সাজ্জাদ রানা, কুষ্টিয়া বার্তার সম্পাদক আলহাজ্ব খাদেমুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও চ্যানেল ২৪’র প্রতিনিধি শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটনউজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য তৌহিদী হাসান শিপলু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সময়ের কাগজ পত্রিকার সম্পাদক নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম, জুবায়েদ রিপন, একুশে টিভি’র জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি ডালিয়া পারভিন, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, দৈনিক সুত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার রহমান মানিক, ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, এনটিভি প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, সাপ্তাকি রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, টেলিভিশন ক্যামেরা পারসন এসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান সারফু, আলোকিত বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এইচ এম আরিফ, সাংবাদিক আক্রামুজ্জামান আরিফ, প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম ইভান, আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুম মুনিব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আসগর আলী বলেন- আমাদের আদর্শ ঠিক রেখে নীতি ও নৈতিকতাকে সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আত্মশুদ্ধি একজন মানুষকে প্রকৃতরূপে গড়ে তুলতে সহায়তা করে। বাঁশের লাঠি দিয়ে বঙ্গবন্ধু আমাদের সুসংগঠিত করেছিলেন তাই বাঙ্গালী বীরের জাতি হিসেবে পরিচিত পেয়েছে। তিনি আরো বলেন, কুষ্টিয়ার সাংবাদিকেরা নিয়মিত জেলার বিভিন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে কুষ্টিয়াকে সমৃদ্ধশালী করেছে। তিনি ১৫ আগষ্টের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ছিলেন দেশ মাতৃকার একজন ত্যাগী নেতা, তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ত্যাগের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পেরেছিরাম। পরে ১৫ আগষ্ট শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুুরুল কাদের। এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে কুষ্টিয়া প্রেসক্লাবের তৃতীয়তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ৮ লাখ ৪০হাজার টাকা ব্যয়ে প্রেসক্লাবের বর্তমান ভবনের তৃতীয় তলায় নির্মাণ করা হবে।
Leave a Reply