কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখায় অনুষ্ঠিত হয়েছে বিদায় ও বরণ অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক পিএলসি কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা: নাজমুল হক।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার এসিস্ট্যান্ট জেনারেলের ম্যানেজার মো: হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মো: আমিরুল আরাফাত।
বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার বিদায়ী ম্যানেজার (এসপিও) কৃষিবিদ মো: শাহীন উদ্দীন ও উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামান।
আলোচনা সভা শেষে ক্রেষ্ট দিয়ে ম্যানেজার (এসপিও) মো: শাহীন উদ্দীন কে বিদায় ও নবাগত ম্যানেজার (এসপিও) মো: আসাদুজ্জামানকে ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে বিদায়ী ম্যানেজার (এসপিও) মো: শাহীন উদ্দীন নবাগত ম্যানেজার মো: আসাদুজ্জামানকে দায়িত্ব হস্তান্তর করেন। শাহীন উদ্দীন সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এ বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার কর্মকর্তা, কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখা ও বাজার শাখার কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ব্যাংকের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply