কাগজ প্রতিবেদক ॥ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একদিনের বেতনের টাকার বিনিময়ে করোনকালে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা কর্মসুচীর অংশ হিসেবে প্রধামন্ত্রীর উপহার বিতরণ কর্মসুচী পালিত হয়েছে।
গতকাল বিকেলে কুষ্টিয়া চৌড়হাস গণপুর্ত আবাসিক সার্কেল চত্বরে এক ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ভার্চুয়ালী এ কর্মসুচীর উদ্ধোধন করেন। কুষ্টিয়া গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপ-বিভাগীয় প্রকৌশলীগণ, জেলা গণপুর্ত সিবিএ সভাপতি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিবিএ সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে প্রায় ১শ অসহায় মানুষের চাল, ডাল, তেল, সাবানসহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে গণপুর্ত বিভাগের সিবিএ সংগঠন’র উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য বিতরণ কর্মসুচী পালন করা হয়। গণপুর্ত বিভাগের সিবিএ সভাপতি জিল্লর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা শ্রমিকলীগ নেত্রী মেহেরুন্নেছা বিউটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস জেলা প্রতিনিধি নুর আলম দুলাল প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গণপুর্ত বিভাগের সিবিএ সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা বাঙ্গালী জাতিকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু জননেত্রী, প্রধামন্ত্রী শেখ হাসিনার মত সাহসী সন্তানের কারণে আজ তাঁর স্বপ্ন, আদর্শ উজ্জিবিত হচ্ছে। একে একে তার খুনীদের ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। আজও বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ধরে এনে শাস্তির আওতায় আনার দাবী জানান বক্তারা।
Leave a Reply