কাগজ প্রতিবেদক ॥ গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন। রোববার সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বর্তমানে ১৯২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ৬৭৪ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২০০ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৪৭৪ জন।
Leave a Reply