কাগজ প্রতিবেদক ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক মজমপুর জেলা শাখার উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সভাপতি মীর ওহিদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির কেন্দ্রিয় সদস্য জোহুরা পারভীন, অগ্রণী ব্যাংক সিবিএ কুষ্টিয়া অঞ্চলের সভাপতি লুৎফর রহমান, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কুষ্টিয়া অঞ্চলের সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি সুমন রায়হান খান, নাজমুস সাকিব, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, সাংগঠনিক সম্পাদক জাহাংগীর রানা, দপ্তর সম্পাদক জামিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে যার কথা সবথেকে বেশী মনে হয় তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করা।
Leave a Reply