কুমারখালী প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের উপজেলা প্রশাসনে উদ্যোগে বিস্তারিত কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, পৌর সভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বাস্থ্যবিভাগ, রাজনৈতিক নেতাকর্মী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই জাতির পিতার সহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, পৌর সভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ, সহকারি কমিশনার (ভুমি) তামান্না তাছনিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মেরিনা পারভীন মিনা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচজন সফল যুব আতœকর্মীর মাঝে দুই লক্ষ আশি হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে ১৫ আগষ্ট সুর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি- আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় এবং বাদ জোহর উপজেলার সকল মসজিদ- মন্দিরে জাতির পিতার বিদেহী আতœার মাগফেরাত কামনা দোয়া ও প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply