আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আখতার, উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন প্রমুখ। পরে এতিমদের মাঝে খাওয়ার বিতরণ, ধর্মীয় উপার্সনালয়ে দোয়া মাহফিল করা হয়। অপর দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খানের সভাপতিত্বে এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল আল মতিন লোটাস, আল মুজাহিদ মিঠু, আমিরুল ইসলাম, সাইফুজ্জামান হিরা প্রমুখ। এদিকে মিরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ, আমলা প্রেসক্লাব, আমলা সরকারী কলেজ, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, জাহানারা মাধ্যমিক বিদ্যালয়, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসা পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেছে।
Leave a Reply