এনএনবি : অন্তর্র্বতী সরকার পোশাক খাতের শ্রমিকদের জন্য আলাদা পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় পোশাক শ্রমিকদের জন্য টিসিবির পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের চালু করা সর্বজনীন পেনশন কর্মসূচিতে যে কারও অংশগ্রহণের সুযোগ আছে। স্বল্প আয়ের মানুষদের জন্য রাখা সমতা স্কিমে অংশগ্রহণকারীরা মাসে ৫০০ টাকা দিলে সরকারও দেয় ৫০০ টাকা।
পোশাক শ্রমিকদের পেনশন স্কিম কেমন হবে, সেটি উল্লেখ না করলেও শ্রম উপদেষ্টা বলেন, “এটা বাস্তবায়নের জন্য মালিকপক্ষের সহযোগিতা প্রয়োজন হবে। পেনশন স্কিম চালু করার ক্ষেত্রে সফল হতে পারব বলে আশা রাখছি।
“এটা করতে সময় লাগলেও আমরা কাজটা শুরু করে দিতে চাই।”
আন্দোলনে সরকার পতনকে ‘নতুন স্বাধীনতা’ দাবি করে আসিফ বলেন, “রক্তের বিনিময়ে এ ‘স্বাধীনতার’ প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এ দেশের মেহনতি মানুষ, বিশেষ করে শ্রমিকেরা।
টঙ্গীর জাবের অ্যান্ড জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার এক হাজার শ্রমিক টিসিবির ভর্তুকি মূল্যে খাদ্য পাবেন। পরে এই কর্মসূচি বাড়ানো হবে।
টঙ্গীর জাবের অ্যান্ড জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার এক হাজার শ্রমিক টিসিবির ভর্তুকি মূল্যে খাদ্য পাবেন। পরে এই কর্মসূচি বাড়ানো হবে।
“নতুন যে ‘স্বাধীনতা পেয়েছি’ ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে। সে আন্দোলনে সাথে শ্রমিকেরাও রক্ত দিয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সেক্টরের শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন।”
শ্রমিকদেরকে টিসিবির মাধ্যমে পণ্য দিয়ে প্রতি মাসের বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী দিনে এই কারখানার এক হাজার শ্রমিকের হাতে পণ্য তুলে দেওয়া হয়। পরে কয়েকটি ধাপে কারখানার ১৩ হাজার শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হবে বলেও অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “দেশের প্রায় অর্ধাংশ বন্যাকবলিত হয়েছে। সেই চ্যালেঞ্জ কাটিয়ে এখন পুনর্বাসনের কাজ চলমান রয়েছে।”
পোশাক শ্রমিকদের অসন্তোষের পেছনে বহিরাগতদের দায়ী করে তিনি বলেন, “আমরা শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষসহ স্টেকহোল্ডারদের সাথে বারবার বসেছি।
“শ্রমিকদের ১৮ দফার দাবির মধ্যে যেগুলো অল্প সময়ে সমাধান করা যায় সেগুলোর বাস্তবায়ন চলমান আছে। শ্রমিকদের রেশনিংয়ের যে দাবি ছিল সেটা শ্রম অঞ্চলে টিসিবির মাধ্যমে আমরা স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ কার্যক্রম শুরু করছি। অচিরেই সমস্ত শ্রমঘন অঞ্চলে টিসিবির কার্যক্রম বৃদ্ধি করতে পারব।”
তিনি মালিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আপনারা যদি শ্রমিকদের ভালোটা দেখেন তাহলে আপনাদেরও ব্যবসার উন্নতি হবে এবং সরকারও আপনাদের জন্য পৃথিবীর বায়ারদের কাছে দেনদরবার করতে পারবে।
“তারা (পোশাকের বিদেশি ক্রেতা) যখন আমাদের কাছে শ্রমিকদের সমস্যার বিষয় নিয়ে আসে, তখন আমরা যদি তাদেরকে আশ্বাস দিতে পারি তারাও আশ্বস্ত হয় এবং আরও বায়ারদেরকে বাংলাদেশে আসার জন্য আহ্বান জানাতে পারে।”
তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সচিব ফারজানা শিরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান মোস্তফা ইকবাল, গাজীপুরের ডিসি নাফিসা আরেফিন, নোমান গ্রুপের চেয়ারম্যান এ এস এম রফিকুল ইসলাম নোমানও এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply