রফিকুল সভাপতি,তোফাজ্জেল সম্পাদক নির্বাচিত
মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে॥ আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল মালিক সমিতি তৃীবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।গতকাল বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা বনিক সমিতির হলরুমে অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিরাজ এগ্রো মিলের স্বত্বাধীকারি মনিরুজ্জামান পিন্টু মিয়া।আলোচনা সভায় বক্তব্য রাখেন মিল চাতাল মালিক জয়নাল ক্যাপ,রফিকুল ইসলাম,শওকত আলী,নজরুল ইসলাম,এনামুল হক,অশোক সাহা,শহর আলী প্রমুখ।সভায় সর্বসম্মতি ক্রমে মিলচাতাল মালিক রফিকুল ইসলাম কে সভাপতি ও তোফাজ্জেল হোসেন কে সাধারন সম্মাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।সহ সভাপতি নজরুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক জয়নাল ক্যাপ,কোষাধ্যক্ষ এনামুল হক।নির্বাহী সদস্য বিপুল সাহা,কাজেম আলী,আব্বাস আলী।প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান মিয়া,অন্য উপদেষ্টা মোজাম্মেল হক,অশোক সাহা,শহর আলী, ইব্রাহিম পরামানিক।সভায় উপস্থিত ছিলেন মিলচাতাল মালিক আবুল বাসার মল্লিক,হাসিবুল ইসলাম,শুকুর আলী,আব্দুল কুদ্দুস,মাহাবুল কাউনাইন,শ্রী ছমির বাবু,শিব নারায়ন ভৌতিকা,গৌতম কুমার,উম্বাদ আলী,সেকেন্দার আলী,আনিসুজ্জামান,লিজন হেলাল,হাজী হারুনার রশিদ,মাহাবুব হাসান পাপ্পু প্রমুখ।
Leave a Reply