কাগজ প্রতিবেক ॥ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমকজণিতকারণে সোনালী ব্যাংক কুষ্টিয়া শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্থ’, অস্বচ্ছল, কর্মহীন ও দুস্থ্য’ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইদুলইসলাম ক্ষতিগ্রস্থ্যদের হাতে নগদ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কুষ্টিয়ার এজিএম ও ডিসি কোর্ট শাখার ব্যবস্থাপক রাশিদা পারভীন, প্রিন্সিপাল অফিসার সুরাইয়া নাজনীন, ¯’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুনাল কা›িত দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরএম শাহনেওয়াজ সেলিম, সদর উপজেলা নির্বাহীকর্মকবর্তা সাধন কুমার বিশ^াস, এনডিসি হাফিজুর রহমান।
জেলা প্রশাসক বলেন, সরকার নানা ভাবে করোনায় ক্ষতিগ্রস্থ’ পরিবারের মাঝে সহযোগিতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক দেশব্যাপী করোনায় ক্ষতিগ্র¯’দের মাঝেনগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে যা ইতিবাচক। তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষদের দুঃখ দুর্দশায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়েই আমাদের সকল কর্মকান্ড পরিচালিত করতে পারলে আমরা সফল কাম হবো। জেলা প্রশাসক আরো বলেন,বৈশি^ক করোনায় আমরা সকলেই ক্ষতিগ্র¯’ তারপরেও মানুষের জীবন জীবিকায় নানা পথ অবলম্বন করেছে। আমাদের নিজ নিজ অব¯’ান থেকে ক্ষতিগ্র¯’ সহযোগিতায় এগিয়ে আসা উচিত। সোনালীব্যাকের এজিএম কালেক্টরেটশাখার ব্যব¯’াপক রাশিদা পারভীন বলেন, সোনালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে করোনায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে সারাদেশে ২২কোটি টাকাবরাদ্দ দিয়েছে। আর কুষ্টিয়ায় দেয়া হচ্ছে সাড়ে ৬লক্ষ টাকা। আগামীতে সোনালী ব্যাংক আরো সহযোগিতা নিয়ে দেশের ক্ষতিগ্রস্থ’ মানুষদের পাশে দাঁড়াবে বলে আশা রাখি। পরে ক্ষতিগ্রস্থ’ ১২৫ পরিবারের প্রত্যেককে নগদ ২হাজার টাকা করে প্রদান করা হয়। জানা যায় সদর উপজেলার মাধ্যমে আরো ২জনকে ২হাজার টাকা করে প্রদান করাহবে।
Leave a Reply