কাগজ প্রতিবেদক ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ভার্চুয়াল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্র রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এসএ মালেক। তিনি বলেন, জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে যার কথা সবথেকে বেশী মনে হয় তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। যার জন্ম ও বাংলাদেশের জন্ম সমারথক। তিনি বলেন, এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করা। তিনি কুষ্টিয়ার আয়োজনকে প্রশংসা করে বলেন, একটি দীর্ঘ ধারাবাহিকতা ধরে রেখেছেন কুষ্টিয়ার নেতৃবৃন্দ। এজন্য তিনি কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টু কে ধন্যবাদ জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আ.ব.ম ফারুক, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. সাদেকুল আরেফীন, ড.কামাল উদ্দিন আহমেদ, অজিত কুমার সরকার, ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, সহ-সভাপতি এ্যাড.নজরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ড.আমানুর আমান, ইবির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল হক, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বঙ্গবন্ধু পরিষদ সোনালি ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মুকুল হোসেন, সংস্কৃতি কর্মী দেবাশিস বাগচী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপী।
Leave a Reply