কুমারখালী প্রতিনিধি ॥ প্রতিবছরের এবারও কুষ্টিয়ার কুমারখালীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে। কুমারখালী পৌরসভা এলাকার প্রতিমা শান্তিপূর্ণ পরিবেশে গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদ এলাকার প্রতিমা জগন্নাথপুর, শিলাইদহ, কয়া, যদুবয়রা, পান্টি, বাগুলাট, চাঁদপুর, নন্দলালপুর, সদকী ও চাপড়া এলাকায় বিসর্জন দেওয়া হয়েছে। এবার কুমারখালী উপজেলায় মোট ৫৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র পৌরসভা এলাকার বাটিকামারা বিশ্বাসবাড়ির মণ্ডপের প্রতিমা অতীতের রীতি অনুযায়ী একদিন পর (সোমবার) রাতে সন্ধ্যায় বিসর্জন দেওয়া হবে বলে জানাগেছে। প্রসাশনের কঠোর নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির বন্ধনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জন উপলক্ষে গড়াই ইকোপার্কে প্রতি বছরের ন্যায় জমে উঠে গ্রামীণ মেলা। দোকানীরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন সামগ্রির পসরা সাজিয়ে বসেন। প্রতিমা বিসর্জনের সময় কুমারখালী পৌরসভার সাবেক মেয়র, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট জাকারিয়া আনছার মিলন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত বলেন শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে প্রসাশন সহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply