মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌর ০৭ নং ওয়ার্ড জামাতের উদ্যোগে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।বিপুলসংখ্যক জনসাধারণের উপস্থিতিতে সভাটি পরে জনসভায় রুপান্তরিত হয়।গতকাল রবিবার (১৩ অক্টোবর সন্ধ্যায় মিরপুর মডেল মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদ্রসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় একামতে দ্বীন সম্পর্কিত আলোচনা ছাড়াও দ্বীন কায়েমের গুরুত্ব এবং দ্বীন কায়েম না করার পরিনতি সম্পর্কিত আলোচনা করা হয়।পৌর ০৭ নং ওয়ার্ড সভাপতি টুটুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক বুলু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর ও কুষ্টিয়া ০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের টিম সদস্য অধ্যাপক জোমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম,মিরপুর পৌর জামাতের আমীর মাওলানা ওমর ফারুক,পৌর জামাতের সেক্রেটারী চাঁদ মল্লিক,সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম,আইবিডাব্লুএফ মিরপুর সভাপতি আমজাদ হোসেন সহ পৌর জামাতের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল গফুর বলেন- এই জমিন হলো আল্লাহর,আইনও চলবে আল্লাহর,সুতারাং মানুষ রচিত আইন শান্তি দিতে পারেনা।তাই মানুষ রচিত আইন পরিত্যাগ করে আল্লাহ রচিত আইনে ফিরে আসুন। আল্লাহর বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করুন।
Leave a Reply