সর্বকালের সর্বশ্রেষ্ট মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৬ তম শাহাদৎ বার্ষিকী। কতিপয় বিপথগামী সৈনিক ১৯৭৫ সালের এই দিনে ৩২ নম্বর বাড়ীতে প্রবেশ করে জাতির জনককে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে বাঙ্গালী জাতিকে কলঙ্কিত করেছিল। সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকসন্তপ্ত জাতি আজ করোনা কালে সীমিত পরিসরেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরঞ্জীব বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্মরণ করছে। যাঁর গৌরবময় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মহান নেতাকে স্বপরিবারে হত্যা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। ঘাতক দল ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর নাম ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলবে। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। যে বাড়িতে বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হয়েছেন সেই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি এখন জাতির অন্যতম আবেগময় স্মৃতিচিহ্নে পরিণত হয়েছে। আর তিনি বাঙালী জাতির প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। জাতির জনকের যোগ্য কন্য মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা জনগণের ম্যান্ডেন্ট নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে জাতির জনকের হত্যার প্রক্রিয়া শুরু করেন। বিচারে হত্যকারীদের দন্ডাদেশ কার্যকর হয়েছে। এখনও অনেক হত্যাকারী বিভিন্ন দেশে পালিয়ে আছে। অবিলম্বে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। যে মানুষটির জন্য আমরা বাঙ্গালীরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সে ইতিহাস ভুলবার নয়। সেই বেদনাবিধূর দিনে আমরা গোটা জাতি আজ শোকাহত। জাতির জনকসহ সকল শহীদদের আত্মার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধাঞ্জলী।
মাহবুবউল আলম হানিফ এমপি
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামীলীগ।
Leave a Reply