বাঙ্গালী জাতির স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে স্বপরিবারে এ দেশীয় কিছু বিপথগামী সৈনিক নৃশংসভাবে হত্যা করে জাতিকে সারা পৃথিবীতে কলংকিত করেছিল। যে কলংকের দায় থেকে জাতি অনেকদিন পিছিয়ে ছিল। পাকিস্তান শাসক গোষ্টির লেলিয়ে দেয়া ওই হায়নার দল সেদিন বঙ্গবন্ধুকেই হত্যা করেনি গোটা বাঙ্গালি জাতিকে হত্যা করেছিল।
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ সৃষ্টি হয়েছিল সেখান থেকে দেশকে সরিয়ে বিপরীতমুখী করার উদ্দেশ্য ছিল তাদের বড় লক্ষ্য। তাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দেয়া। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর অবদানকে খাটো করা এবং যে অসাম্প্রদায়িক চেতনার মধ্যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল সেটা নস্যাত করে দেয়া। কিন্তু তা তারা পারেনি। বাঙ্গালী জাতি আজ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর মধ্যে একজন যোগ্য শাসক,রাষ্ট্রনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাই আজকের এই দিনে ওই সকল হায়নাদের ঘৃণ্যাভরে প্রত্যাখান করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে জানাই গভীর শ্রদ্ধাজ্ঞলী।
ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী
তথ্য মন্ত্রণালয়।
Leave a Reply