কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে ২০১৬ সালে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাঁধ। তবে বছর না ঘুরতেই ধসে পড়ে কয়েকশ মিটার। আরও দুটি স্থানে দেখা দেয় ভাঙন। এলাকাবাসী তখন অভিযোগ করে– নিম্নমানের নির্মাণসামগ্রী আর শিডিউল অনুযায়ী কাজ না করায় বাঁধটির এই অবস্থা হয়। বাঁধটি নির্মাণ করেছিল বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটির মালিক বসির উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে নদী রক্ষা প্রকল্পের অনেক বড় বড় কাজ করেছেন। তবে অধিকাংশ বাঁধে কিছু দিন পরই দেখা যায় বড় ত্রুটি। সেই প্রতিষ্ঠানকেই কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রায় ২০০ কোটি টাকার কাজ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, পদ্মার ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালিবাড়িয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষায় ১০ দশমিক ৫৩ কিলোমিটার বাঁধ তৈরির প্রকল্পটির টেন্ডার হয় গত এপ্রিলে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭২ কোটি টাকা। অভিযোগ, এই প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন বসির। এ সময়ে ঠিকাদার বসির আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের ব্যবহার করতো এখন ভোল পাল্টে বিএনপি নেতাদের ‘ম্যানেজ করতে উঠে পড়ে লেগেছে। কুষ্টিয়া ছাড়াও সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের অনেক কাজ তিনি প্রায় একাই করেছেন। তবে নির্মাণের পর অধিকাংশ বাঁধই টেকসই হয়নি। বছর না ঘুরতেই বড় অংশ গেছে নদীতে। এ নিয়ে এতদিন সমস্যা না হলেও গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে কিছুটা চাপে পড়েন বসির। তবে ‘ম্যানেজ করায় সিদ্ধহস্ত’ বসির এখন নেমেছেন অন্য চেষ্টায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বসির এখন কুষ্টিয়া বিএনপির তিনজন নেতাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। ইতোমধ্যে এক নেতাকে ৩০ লাখ টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন। বাকি দুই নেতাকেও গাড়ি দেওয়ার প্রক্রিয়া শেষের দিকে।
এদিকে প্রায় দেড় হাজার কোটি টাকার কাজটি ২০২৪ সালের জুনে শুরু হয়ে ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। আটটি প্রতিষ্ঠান কাজটি পেলেও জয়েন্ট ভেনচার থাকায় মূলত ১৬টি প্রতিষ্ঠান এতে যুক্ত রয়েছে। প্রকল্পে ৩৩টি প্যাকেজের মধ্যে কুমারখালীর শিলাইদহে চারটিতে ব্যয় হবে ২৭০ কোটি টাকার মতো। বাকি অর্থের কাজ হবে মিরপুর উপজেলায়। বসিরের বাড়ি এই মিরপুর উপজেলায়। আর হানিফের বাড়ি পাশের ভেড়ামারা উপজেলায়। পরে তাঁর ঘনিষ্ঠ ‘স্যাডো পার্টনার’ মোটা অঙ্কের কমিশন নিয়ে বসিরের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে শতকোটির কাছাকাছি দুটি প্যাকেজের কাজ দেয়। তিনি আরও জানান, কাজটি এলটিএম (লিমিটেড টেন্ডার মেথড) পদ্ধতিতে হওয়ার কথা থাকায় ৫ শতাংশ কম দরে বাস্তবায়নের নিয়ম। এখানে সরকার নির্ধারিত রেট জানার কোনো সুযোগ নেই। তবে বসির পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের হাত করে রেট জেনে নেন। এ কারণে বাইরের কোনো ঠিকাদার কাজ পায়নি। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রথম দিকে কাজটির ব্যয় বর্তমানের চেয়ে অর্ধেক ধরে একনেকে পাসের সিদ্ধান্ত হয়।
বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রণালয় অর্থ বরাদ্দের পর কারওয়ান বাজারে বিটিএমসি ভবনে কয়েক দফা মিটিং হয় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন প্রকৌশলীর। ওই প্রকৌশলীরা তাদের কমিশন বুঝে নেন। সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীও কমিশন নিয়েছেন। এমনকি কাজ নিয়ে তারা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রিও করেছেন।
সূত্রটি আরও জানায়, কাজটি ৫ শতাংশ কম দরে করার জন্য প্রাক্কলন ধরা হয়। পরে ভাগাভাগির কারণে সমদরে কাজটি দেওয়ায় সরকারের প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণ করা ওই প্রভাবশালী নেতা ৮০ কোটি টাকা ঠিকাদারদের কাছ থেকে নিজের পকেটে ভরেছেন। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, বসির দুটি প্যাকেজের কাজ পেয়েছেন। চুক্তিও করেছেন, তবে কাজ এখনও শুরু করেননি। যদিও কয়েকটি প্রতিষ্ঠান চুক্তি করে কাজ শুরু করেছে। এখন যদি কেউ চুক্তি করে কাজ শুরু না করেন, স্বয়ংক্রিয়ভাবে তাঁর কার্যাদেশ বাতিল হয়ে যাবে। তাঁর দাবি, দরপত্র প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের কর্তধার বসির উদ্দিন দাবি করেন, তিনি নিয়ম মেনে কাজ পেয়েছেন। কাউকে কোনো কমিশন দিয়ে কাজ নেওয়ার
প্রশ্নই আসে না। তার কাজের মান নিয়েও কোনো প্রশ্নই নেই। এভাবেই প্রতি বছর সরকারী অর্থ ব্যয়ে বাঁধ, সংরক্ষণ কাজে ব্যয় হলেও নির্মাণের মাত্র কয়েক মাস যেতেই তা পানির জলে ভেসে যায় তার পরও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এক মাত্র ভরসা ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বসির ঠিকাদার।
Leave a Reply