কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন কমিটি না থাকায় কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় বড় বাজারে অবস্থিত এল রহমান এন্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা আলোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যবসায়ীতের সর্বসম্মতিক্রমে পরবর্তীতে নতুন কমিটি গঠন অথবা নির্বাচনের আগ পর্যন্ত ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্যরা সমিতির কার্যক্রম পরিচালনা করবে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- রক্সি গলি মোড়ের সময় ঘড়ি ঘরের স্বত্বাধিকারী আবু হেনা মোস্তফা কামাল,রাজ্জাক মার্কেটের আধুনিক ফ্যাশানের স্বত্ত¦াধিকারী আফজাল হোসেন,চাউল পট্টি বড় বাজারের মেসার্স এল রহমান এন্ড সন্সের স্বত্ত¦াধিকারী মনিরুল ইসলাম,বাঁধন ট্রেডার্সের স্বত্ত¦াধিকারী আব্দুল হামিদ,মেসার্স বন্ধু অ্যালুমিনিয়াম স্টোরের স্বত্ত¦াধিকারী ইদ্রিস আলী,আলম আয়রন স্টোরের স্বত্ত¦াধিকারী আলমগীর হোসেন,মেরিন ট্রেডার্স ও নগরী ক্লথ স্টোরের স্বত্ত¦াধিকারী মাসুদ রানা,মিশুক স্টুডিও স্বত্ত¦াধিকারী অভি আরাফাত,মেসার্স ভাই ভাই হার্ডওয়ার স্টোরের স্বত্ত¦াধিকারী কাজী আবুল হালিম (সহিদ),ভাই ভাই স্টোরের স্বত্ত¦াধিকারী শাহিনুর রহমান, নাসিম স্টোরের স্বত্ত¦াধিকারী নাসিম হোসেন,স্টার বাজার সুজের স্বত্ত¦াধিকারী বাবুল হোসেন,মোকছেদ আলী এন্ড সন্সের স্বত্ত¦াধিকারী মেহেদী হাসান,বাসিত ট্রেডার্সের স্বত্ত¦াধিকারী তরিকুল ইসলাম,বেলাল ফ্লাওয়ার মিলস্ এর স্বত্তাধিকারী সাইফুজ্জামান সুজন। উল্লেখ্য,পরবর্তীতে ব্যবসায়ীদের পরামর্শক্রমে নির্বাচন কমিশন পূর্বক নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply