1. nannunews7@gmail.com : admin :
March 11, 2025, 5:36 pm
শিরোনাম :

কুষ্টিয়া শহরে মেসের ছাদ থেকে হাত-পা বেঁধে কলেজ ছাত্র ফেলে দিয়ে হত্যা, আটক-২

  • প্রকাশিত সময় Wednesday, October 2, 2024
  • 116 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের ৪নং পৌর ওয়ার্ড কোর্টপাড়ার একটি ছাত্র মেসে দড়ি দিয়ে হাত/পা বেঁধে ও মুখে গামছা দিয়ে পেচিয়ে বেধরক মারপিট করে চারতলার ছাদ থেকে ফেলে রুবেল (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের স্যার ইকবাল রোডের বনফুড বেকারীর সামনে লাল মিয়ার চারতলা বাসার ছাদ থেকে কে বা কাহারা কলেজ ছাত্র রুবেলকে দড়ি দিয়ে হাত/পা বেঁধে ও মুখ গামছা দিয়ে পেচিয়ে মারধর করে নিচে ফেলে দেয়।কয়েকজন পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে রাজশাহী যাওয়ার পথের মধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ওই মেসের ৪র্থ তলার বাসিন্দা স্থানীয় দোকান কর্মচারী কামরুল হাসান শুভ জানায়, ‘ রাত পৌনে ১১টার দিকে হঠাৎ শোর চিৎকার শুনে নীচে নেমে দেখি ভবনের লাগোয়া ড্রেন সংলগ্ন গলিপথের উপর রুবেলের হাত পা মুখ বাধা অচেতন দেহ পড়ে আছে। আশেপাশের লোকজন ঘিরে ছিলো। সাদা রংয়ের রশি দিয়ে বাধাগুলি দ্রুত হাত দিয়ে খোলা যাচ্ছিল না। এ সময় পাশের একটি দোকান থেকে একটা চাকু এনে বাধন কাটা হয় এবং দ্রুত রুবেলকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সংবাদ পেয়ে রুবেলের পরিবারের লোকজন চলে আসার পর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে আমি হাসপাতাল থেকে চলে আসি’। নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থী এবং ঐ চারতলা বাসার তিনতলার মেসে থাকতো। ম্যাসের পরিচালক আনিসুর রহমান জানান, বিকেল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখা গেছে। সন্ধার পরে আমরা এক সাথে মেস খরচের হিসাবে বসেছিলাম। রাত সাড়ে ১০টার দিকে কক্ষ থেকে চিৎকার শুনে নিচে নেমে দেখি মুমূর্ষ অবস্থায় রুবেল পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রুবেলের চাচা আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রুবেলের এক সহপাঠী মোবাইলে জানায় রুবেল এক্সিডেন্ট করেছে। সংবাদ পেয়ে রাতেই আমরা ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে রুবেলকে মুমুর্ষ অবস্থায় দেখি। এ সময় হাসহাপাতালে ডাক্তার দ্রুত রোগীর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিতে বল্লে আমরা এ্যাম্বুলেন্সে রওনা হই। পথিমধ্যে নাটর জেলার লালপুর এলাকায় রুবেল এ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায়’। এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড। আমি এই হত্যাকান্ডের বিচার চাই। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে ঐ ম্যাসের অভ্যন্তরীন কোন বিষয়ে দ্বন্দের কারনে রুবেলকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিঞ্জাসাবাদের জন্য রুবেলের দুইজন রুমমেট হৃদয় ও রাইসুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত রুবেলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640