দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর জাতীয় পার্টি দৌলতপুর উপজেলার শাখার আয়োজনে বুধবার সকাল ১১ টার সময়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ সারাদেশে জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রীর কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব নাজমুল হুদা, অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, দৌলতপুর উপজেলা শাখার জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নবীন,যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, , সদস্য সচিব, ওলামা পার্টির সদস্য জিয়াউর রহমান টুটুল, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সুমন খন্দকার,জাতীয় ছাত্র সমাজ, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহাজাদা প্রমূখ। এ সময় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, কোটা সরকারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং তাদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকার রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে। জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ও ওনার সহধর্মীনি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী করছি। মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আমরা সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবো
Leave a Reply