মিরপুর প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, মিরপুর উপজেলার ২৬ টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি মোতায়েনের লক্ষ্যে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০২ অক্টোবর) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।আগামী ০৯ অক্টোবর হতে ১৩অক্টোবর পর্যন্ত মিরপুর উপজেলায় ২৬ টি পূজা মন্ডপে ১১৬ জন পুরুষ আনসার ভিডিপি সদস্য ও ৫২ জন মহিলা আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।আনসার ভিডিপি বাছাই কার্যক্রমের উদ্ধোধন করেন আনসার ভিডিপি কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট শফিউল ইসলাম।বাছাই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (সংযুক্ত) নুরুল ইসলাম , খোকসা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন, মিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ এবং সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশিক্ষক মিলন হোসেন ও উপজেলা প্রশিক্ষিকা শারমিন আক্তার।উল্লেখ্য,বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সারা দেশে উদযাপিত হবে।এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশজুড়ে ৩২ হাজার ৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এ ছাড?া ঢাকার দুই সিটিতে ২০৫টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে।
Leave a Reply