কাগজ প্রতিবেদক ॥ পরিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে কুষ্টিয়া সিটি কলেজে গতকাল মহানবী (সা) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ওবাইদুর রহমান। অর্থসহ কুরআন তেলাওয়াত করেন গণিত বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক নার্গিস পারভীন। স্বাগত বক্তব্য রাখেন ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপন কমিটির আহবায়ক ড.আরজুমান্দ আরা নাছিমা। বক্তব্য রাখেন পৌরনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম ও আইসিটি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আসাদুল হক। ইসলামে নারীর অধিকার বিষয়ে বক্তব্য রাখেন অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম। হামদ পরিবেশন করেন রসায়ন বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক কোহিনুর আক্তার। নাতে রাসূল পরিবেশন পরিবেশন করেন জীববিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রুহুল আমীন। কবিতা আবৃত্তি করেন ইসলাম শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ড. শরীফা সুলতানা হাসানাত। ইসলামি সংগীত পরিবেশন করেন ভূগোল বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল গনি প্রমুখ। শিক্ষক-কর্মচারীদের মধ্যে দুটি পৃথক কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকীর মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply