1. nannunews7@gmail.com : admin :
October 18, 2024, 8:49 am
শিরোনাম :
রিভিউ আবেদন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ১০ যুক্তি বিএনপির পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট ‘কমপ্লিট শাটডাউনের’ আলটিমেটাম সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক সেনাপ্রধান আজিজের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আজ বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৪ তম তিরোধান দিবসের উদ্ধোধন কুষ্টিয়া সার ও ডিমের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা মেঘনা নদীতে ঝুলন্ত সেতু-হাওরের উড়াল সড়ক প্রকল্প বাতিল হচ্ছে মিরপুরে জমি বিক্রির নামে টাকা গ্রহণ করে প্রতারণার অভিযোগ দেলোয়ার মেম্বরের বিরুদ্ধে, থানায় অভিযোগ সরকারের ভাবনায় পোশাক শ্রমিকদের জন্য পেনশন

ভেড়ামারায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত সময় Sunday, September 29, 2024
  • 10 বার পড়া হয়েছে

ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ শে সেপ্টেম্বর রবিবার দুপুর ৩ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে তার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর ভেড়ামারা উপজেলায় মোট ৮টি পূজা মন্ডপে সার্বজনীন শারদীয় দূর্গা পূজার উৎসব পালিত হবে। প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল ও ১০ হাজার করে টাকা দেওয়া হবে। পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সেখানে যেন কোন রকমের অনিয়ম, অতি শব্দে অপ্রীতিকর গান বাজনা না বাজানো, কোনরকম জুয়ার বোর্ড চালু না থাকা ইত্যাদি বিষয়ের দিকে খেয়াল রাখা হবে। প্রতিটি প্রজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি, ৮ জন আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ করা হবে। পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় একটি টিম সবসময় কাজ করবে। সর্বাধিক নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরায় আওতাভুক্ত করা হয়েছে। ভেড়ামারার সর্বাধিক পরিচিত মন্দির জগৎ জননী মাতৃ মন্দিরের পুরোহিত শ্রী বিনয় কুমার পাঠকের সাথে কথা বলে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী শুরু হচ্ছে ৮ অক্টোবর মঙ্গলবার থেকে থেকে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ১৩ই অক্টোবর রবিবার। তিনি বলেন প্রতিবারের ন্যায় এবারও আমরা অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সার্বজনীন দুর্গা পূজা উৎসব পালন করব আশা করছি।আমাদের ভেড়ামারা শান্তি শহর। এখানে আমরা সব ধর্মের মানুষ মিলে পূর্ব থেকেই দুর্গাপূজা পালন করে আসছি। এবারও একইভাবে পালন করব। পূজা তৈরীর কাজ শেষ হয়েছে এখন বাকি রয়েছে রং তুলির কাজ।
ভেড়ামারা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ সরকার বলেন, আমাদের ভেড়ামারা সম্প্রীতির শহর, এখানে আমরা সবাই মিলে পূজা উদযাপন করি। এবার ভেড়ামারায় ৮টি মন্ডপে দুর্গাপূজার পূজার উৎসব হবে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের ক্ষেত্রে সর্বোচ্চ দায?িত্ব পালনে ভেড়ামারা থানা পুলিশ সর্বদা প্রস্তুত আছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেছেন,আসন্ন সার্বজনীন দূর্গা পূজার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি মণ্ডপে একটি টিম গঠন করা হবে। তাদের কাজ মনিটরিং করতে একজন অফিসারের নেতৃত্বে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640