মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২০২১ সালের পৌর নির্বাচনে বাংলাদেশ আওয?ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক। খোকসায় নিবেদিত গণমানুষের ও গরিব-দুঃখীদের প্রানের নেতা তারিকুল ইসলাম তারিককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত পৌর মেয়র এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫শে জানুয়ারি সোমবার খোকসা পৌরভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খোকসা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী। খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক বলেন, আগামী দিনে পাঁচ বছরে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি খোকসা পৌর এলাকাকে পৌর মডেল হিসেবে গড়ে তুলতে পারি। আপনাদের সহযোগিতা পেলে আমি খোকসা পৌর এলাকাকে পৌর মডেল হিসেবে গড়ে তুলতে পারব বলে আশাবাদী। আমি উন্নয়ন ধরে রাখতে কাজ করে যাব। আপনাদের সেবা দেওয়ার জন্য আমার অফিস, ফোন সব সময? খোলা আছে। যে কোন সময় আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদের সেবায় সবসময় আমি নিয়োজিত আছি। পৌর এলাকায় সকল উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন খোকসার মানুষের জন্য সঠিক মেয়র নির্বাচিত করতে পেরেছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এক জনসভায় পরিণত হয়েছে। এ থেকে আমরা সংগঠনকে শক্তিশালী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারছি। দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আমরা কাউকে ছাড় দিবো না। শক্ত হাতে সংগঠনের মধ্য দিয়ে প্রতিহত করবো। ভাই আপনারা এগিয়ে আসুন স্বার্থের জন্য কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনাদের সহযোগিতায় আগামী দিনে আওয়ামী লীগ সংগঠন শক্তিশালী হবে এবং শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। তাই দেশের জন্য কাজ করুন, নিজের জন্য কেউ দলের মধ্যে ঢুকে উন্নয়নের ধারাকে ব্যাহত করবেন না। সদর উদ্দিন খান বলেন, কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় মাহবুব-উল আলম হানিফের সহযোগিতায় বাংলাদেশের উন্নয়নের ধারা কুষ্টিয়াতে অব্যাহত রয়েছে। খোকসা যুবলীগের পক্ষ থেকে বাবু’র নেতৃত্বে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক কে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,বিশিষ্ট সমাজ সেবক আরিফুল আলম তশোর,জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নবনির্বাচিত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হামিদ সহ সকল ওয়ার্ডের কাউন্সিলর অনুপস্থিত ছিলেন।উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যানগন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, খোকসা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সহযোগিতা ও পরিচালনার দায়িত্বে ছিলেন খোকসা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান (বিটু)।
Leave a Reply