মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাধ্যমিক বিজ্ঞান শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় মিরপুর মাধ্যমিক বিজ্ঞান শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর আয় ব্যয় নিরীক্ষা এবং মতবিনিময় উপলক্ষে নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। মো: আব্দুল আলিম এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রেজা (সোহেল) এবং ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোস্তফা শামিউর রায়হান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক বিজ্ঞান শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর সহ-সভাপতি মো: রিপন আলি, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, কোষাধ্যক্ষ মো: ইদ্রিস আলী, প্রচার সম্পাদক মো: রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: মহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: রিপন ইসলাম, মো: সাইফুল ইসলাম, মো: আনিচুর রহমান, হিসাব নিরীক্ষক মো: ফারুক হোসেনসহ আরো অনেকে। সভায় সংগঠনের বিগত ছয় মাসের আয় ব্যয় হিসাব নিরীক্ষণ, মিরপুর উপজেলার বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পরিকল্পনাসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে ফলাফল তৈরি সহজীকরণে বিশেষ ভূমিকা পালনের জন্য মিরপুর নাজমুল উলূম সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার বিজ্ঞান শিক্ষক এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো: সোহেল রানাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Leave a Reply