আমজাদ হোসেন বিশ^াস, মিরপুর থেকে ॥ কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় আবদুল হালিম বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ কৃষককের মৃত্যু হয়েছে। শনিবার (২৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজিবি সেক্টর সংলগ্ন হঠাৎ পাড়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক আবদুল হালিম বিশ্বাস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া বৈদ্যনাথপুর এলাকার মৃত এলাহি বিশ্বাসের ছেলে। পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। নিহত বৃদ্ধ আবদুল হালিম বিশ্বাসের ছেলে সুমন জানান, আমার বাবা একজন দিনমজুর কৃষক। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৃষি কাজ করে বেড়ান। গত দুই তিন দিন আগে উনি কৃষি কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। শনিবার হঠাৎ পুলিশ বাড়িতে খবর দেয় ট্রেনের ধাক্কায় তার বাবার মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ সদস্য আবুল হোসেন বলেন, বৃদ্ধ আবদুল হালিম খুলনা হতে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থান পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। নিহত বৃদ্ধের পরনে লুঙ্গি এবং কালো পাঞ্জাবি রয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর।
Leave a Reply