বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেডে বেতনের দাবীতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা গতকাল (২৮ সেপ্টেম্বর) শনিবার সকাল১০ টার সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদের গেইটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যলয়ের কয়েক শত সহকারী শিক্ষকরা (বৈরী আবহাওয়া উপেক্ষা করে) ব্যানার ফেস্টুনসহ উপজেলা পরিষদের গেইটের সামনে তাদের শান্তিপুর্ন মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় সহকারী শিক্ষকরা তাদের দশম গ্রেডে উন্নতিকরনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তারা বলেন,আমাদের দাবী মেনে না নিলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো । এসময় বক্তারা সরকারের বিভিন্ন দপ্তরের দশম গ্রেডের কর্মকর্তাদের সাথে সহকারী শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য প্রধান উপদেস্টাসহ সরকারের শিক্ষা উপদেস্টার সুদৃস্টি কামনা করেন। এসময় বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মোঃ আনিছুজ্জামান বলেন, মেধাবীদের বাংলাদেশ, বৈষম্যের দিনশেষ। ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন। এই ১০ বছরে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা দিশাহারা। বিগত সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, ‘২০১৫ সালের পে স্কেলে ২০টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। যার ২০ থেকে ১১তম গ্রেডের ব্যবধান নির্ধারিত হয়েছিল সর্বোচ্চ ৮০০ টাকা। অথচ দশম থেকে প্রথম গ্রেডের ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত। ফলে ১৩তম গ্রেডধারী সহকারী শিক্ষক ও ১১তম গ্রেডধারী প্রধান শিক্ষকের জীবনমানের কোনো উন্নয়ন ঘটেনি। ২০০৯ সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর মুখ দেখেনি। প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে একই পদে অবসরে যেতে হচ্ছে। তা ছাড়া প্রধান শিক্ষকদের বিভাগীয় পদোন্নতি ব্লক করে রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা আদর্শ সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন এটম, মডেল সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ হারেছ উদ্দিন,ডামোস সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বিনোদপুর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ ইকবাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল হক, সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি (মহিলা) মোছাঃ শাহীমা আক্তার,মোছাঃ নুরুন্নাহার ডলি, সাধারণ সম্পাদক মোঃ হাফিজু ররহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ নাজমুর রহমান সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) মোছাঃ নাফিউন নেছা,সহ সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান, মোঃ সেলিম রেজা,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বাদিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক(মহিলা)মোছাঃ দিপালী পারভীন,মোছাঃ ওহিনা মোস্তফা, অর্থ সম্পাদক মোঃ আনিসুজ্জামান, সহ অর্থ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম,অর্থ সম্পাদক (মহিলা)মোছাঃ নাজমুন্নাহার মীম,মোছাঃ সুমাইয়া খাতুন, দপ্তর সম্পাদক মোঃ আলিহিম, সহ দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান,শিক্ষা সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, সহ দপ্তর সম্পাদক (মহিলা) মোছাঃ শিরিন আক্তার, সহ দপ্তর সম্পাদক মোঃ বাদিউজ্জামান নিজাম, ক্রীড়া সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সহ ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, আইসিটি সম্পাদক মোঃ হাসানউদ্দৌলা, সহ আইসিটি সম্পাদক সাইদুর রহমান পলাশ, মোঃ শাখাওয়াৎ হোসেন,সহ আইসিটি সম্পাদক(মহিলা) মোছাঃ উম্মে জোবায়দা,আইন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ আইন সম্পাদক ইসতেশাম মোহাম্মদ ফিরোজ,ধর্ম বিষয়ক সম্পাদক কাজল আহম্মেদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু জাহিদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক পুবন কুমার সাধুখাঁ, তথ্য সম্পাদক মোঃ সোলাইমান হক (সেলিম),সহ তথ্য সম্পাদক মোঃ মাহমুদুল হাসান (জুয়েল), প্রচার সম্পাদক মোঃ ফিরোজুল ইসলাম,সহ প্রচার সম্পাদক আসলাম সাইদ, সাংস্কৃতিক সম্পাদক শান্তনু চক্রবর্তী, সহ সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন,সহ সাংস্কৃতিক সম্পাদক(মহিলা) মোছাঃ মনিরা খাতুন,(মহিলা) বিষয়ক সম্পাদক ইমন বিল্লাহ পপি, প্রধান উপদেষ্টা, হাসান সাজিদ আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য, মোঃ আশরাফুল ইসলাম,ওমর খৈয়ম,মোহাম্মদ সাইদুজ্জামান, মোঃ শাহারিয়া হোসাইন প্রমূখ। মানববন্ধন শেষে শিক্ষকরা মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা শহর প্রদক্ষিন শেষে সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply