কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীর তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিলেন, নবজাতক শিশু, কিশোর ও কিশোরী রোগে বিশেষজ্ঞ, কুষ্টিয়া মেডিকেল কলেজের রেজিস্টার (শিশু বিভাগ) ডা: ফারহানা ফেরদৌসী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমারখালী সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। কুমারখালী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ও চাইল্ড কেয়ার সেন্টার কুন্ডুপাড়া, মীর অ্যাসোসিয়েটস্ ও কিশলয়ের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের – জ্বর, খিচুনী, সর্দি, কাশি, গলা ব্যথা ও টনসিল, শ্বাসকষ্ট, অ্যাজমা, নিউমোনিয়া. পেটে ব্যথা, ডায়রিয়া, খাবারে অনিহা বদ হজম ও বমি, পুষ্টিহীনতা, প্রস্রাবে সমস্যা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সমস্যা ডায়াবেটিস, গর্ভকালীন মায়েদের গর্ভকালীন সমস্যা সহ অন্যান্য যে কোন সমস্যার চিকিৎসা সেবা দেওয়া হয়। কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডা. ফারহানা ফেরদৌসীর দ্বিতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প । এর আগে গত সপ্তাহে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুরে প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন তিনি। সোন্দাহ – নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত উল্লেখযোগ্য সংখ্যক নারী- পুরুষ, কিশোর- কিশোরী সহ শিশু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ক্যাম্পে সহযোগিতা করেন সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
Leave a Reply